5000 geography questions and answers-ভূগোল প্রশ্ন ও উত্তর
হ্যালো ফ্রেন্ডস ,
আজ আমরা শেয়ার করতে চলেছি 5000 geography questions and answers গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যা সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় জন্য খুবই গুরুত্বপূর্ণ| এই ইতিহাসের প্রশ্ন গুলি বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সময়ে জিজ্ঞেস করা হয়েছে তাই এই প্রশ্নগুলি যদি তোমরা মনোযোগ সহকারে পড়ো তাহলে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকার চাকরির পরীক্ষা সহ কেন্দ্র সরকারের বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা যেমন রেল ব্যাঙ্ক ইসিএসসি সহ কোন রাজ্যের পরীক্ষা এই প্রশ্নগুলি আসার সম্ভাবনা রয়েছে তাই এইগুলি তোমরা মনোযোগ সহকারে প্র্যাকটিস করুন |
5000 geography questions and answers-ভূগোল প্রশ্ন ও উত্তর |
1) M বিযুক্তিতলের অপরনাম–
উত্তর: মোহো
2) যে বিজ্ঞানী প্রথম লক্ষ্য করেন ভূত্বকের মহাদেশীয় অংশ গ্রানাইট ও মহাসাগরীয় অংশ ব্যাসল্ট শিলায় তৈরি-
উত্তর : এডওয়ার্ড সুয়েস
3) P ও S তরঙ্গের ব্যাপক গতি বিক্ষেপ ঘটে যে বিযুক্তিরেখায় –
উত্তর:ওল্ডহাম
4) শীল্ড হল —
উত্তর :ক) অতিপ্রাচীন স্থায়ী ভূ-খন্ড খ) প্রিক্যামবিয়ানযুগে গঠিত।
5) মহীভাবক ও গিরিজনী আলোড়নকে সম্মিলিত ভাবে ডায়াস্ট্রফিজম বলেছেন –
উত্তর:গিলবার্ট
6) মহীভাবক ও গিরিজনী আলোড়ন, ইউস্ট্যাটিক আলোড়ন, সমস্থিতিক আলোড়ন হল-
উত্তর :অন্তঃর্জাত প্রক্রিয়া
7) বহিঃর্জাত প্রক্রিয়া হল-
উত্তর:পুঞ্জিত ক্ষয়
8) ভূঅভ্যন্তরে প্রতি 32 মিটারে –
উত্তর :1°C হারে তাপমাত্রা বাড়ে
9) ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব –
উত্তর:6370 km
10) শিলামন্ডলের গড় গভীরতা –
উত্তর :100km
11) পৃথিবীর চৌম্বকত্ব সৃষ্টি হয়েছে—
উত্তর :বহিঃকেন্দ্র মন্ডলে
12) যে বিজ্ঞানে শিলার সমগ্র ক্রিয়া, বৈশিষ্ট্য, প্রকৃতি প্রভৃতি আলোচনা করা হয় তাকে বলা হয় –
উত্তর :পেট্রোলজি। পেট্রো একটি — গ্রীক শব্দ, যার অর্থ শিলা –
13) সমস্ত শিলার জনক বলা হয়–
উত্তর: আগ্নেয় শিলাকে
14) আগ্নেয় শিলা—স্তরীভূত শিলা —স্ফটিকাকার, এর —ভঙ্গুরতা কম
15) নিঃসারী শিলা : লাভা শিলা ও পাইরোক্লাস্ট
16) উদভেদী শিলা : পাতালিক ও উপপাতালিক
17) পাইরোক্লাস্ট এর উদাহরণ হল – টাফ
18) প্রকৃত জমাটবদ্ধ হওয়ায় নিঃসারী শিলার কণাগুলি—
উত্তর:খুবই সূক্ষ্ম
19) অতি ধীর গতিতে শীতল হওয়ায় উদবেধী শিলার কণাগুলির আকার বড় হয়
20) আম্লিক শিলায় সিলিকা ও ক্ষারকীয় অক্সাইডের পরিমান যথাক্রমে –
উত্তর:65%ও 35%
21) বর্তমানে অনুযায়ী আগ্নেয় শিলাকে –
উত্তর:5 ভাগে ভাগ করা যায়
22) গ্রানাইট ও ব্যাসল্ট শিলায় গঠিত পাহাড়ের চূড়াগুলি যথাক্রমে –
উত্তর:গোল ও চ্যাপ্টা ধরনের হয়
23) পাললিক শিলার বৈশিষ্ট্য — ক) ইহা স্তরীভূত খ) জীবাশ্ম দেখা যায় গ) সছিদ্রতা ঘ) স্ফটিকঅনুপস্থিত
24) ভূগর্ভে চাপের স্থিতিস্থাপকতা নষ্ট হলে শিলার যে জাতীয় রুপান্তর ঘটে – গতিশীল
25) বেলেপাথর শিলায়—খনিজ তেল সঞ্চিত থাকে
26) নিঃসারি আগ্নেয় শিলার উদাহরণ – ব্যাসল্ট
27) উদবেধী আগ্নেয় শিলার উদাহরণ – গ্রানাইট
28) উপপাতালিক আগ্নেয় শিলা হল –
উত্তর:পরফাইরি ও ডোলেরাইট
29) পাতালিক শিলা হল—
উত্তর:গ্রানাইট ও গ্রাব্রো
30) ডেকানট্রাপ কি শিলা দ্বারা গঠিত –
উত্তর:ব্যাসল্ট শিলায় গঠিত
31) দিল্লীর লাল কেল্লা, উদয় গিরি খন্ড গিরি মন্দির, খাজুরাহ মন্দির, জয়সলমীরের সোনার কেল্লা যে শিলায় তৈরি –
উত্তর:বেলেপাথর
32) গোলাকার ভূপ্রকৃতি যে শিলা দ্বারা গঠিত-
উত্তর:গ্রানাইট
33) বেলেপাথরের—প্রবেশ্যতা খুব বেশি
34) কাদাপাথরের সছিদ্রতা খুব বেশি
35) প্রবেশ্যতা বেশি হলে জল ধারণ ক্ষমতা হ্রাস ও সচ্ছিদ্রতা বেশি হলে জলধারণ ক্ষমতা –
উত্তর:বৃদ্ধি পায়
36) সৈন্ধব লবন – অসংঘাত শিলা ও রাসায়নিক প্রক্রিয়ায় সৃষ্টি হয়
37) খনিজের কাঠিন্য পরিমাপের স্কেলটি হল–
উত্তর:মোহো স্কেল
38) মোহো স্কেলে সর্বনিম্ন কাঠিন্যের খনিজটি হল –
উত্তর:ট্যাল্ক
39)শিয়াল ও সীমার প্রকৃতি যথাক্রমে –
উত্তর:আম্লীক ও ক্ষারীয়
40)নিফেসিমা সম্পর্কিত কিসের সাথে –
উত্তর:গুরুমন্ডল এর