তোমরা যারা সরকারি চাকরির পিপারেশন নিচ্ছ তাদের জন্য আজকের এই প্রবন্ধটিতে ২৫টি এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করছি
1➤ Indomitable Spirit-এর রচয়িতা কে?
ⓑ খুশবন্ত সিং
ⓒ রাজমোহন গান্ধী
ⓓ ড. এ পি জে আবদুল কালাম
2➤ জামিনি রায় হলেন একজন বিখ্যাত-
ⓑ জাদুকর
ⓒ কার্টুননিস
ⓓ চিত্রকর
3➤ নিম্নলিখিতের মধ্যে কে বিখ্যাত বই-Imaging India-Ideas for New Century- এর লেখক?
ⓑ এন আর নারায়ন মূর্তি
ⓒ নন্দন নিলেকানি
ⓓ মনটেক সিং আহল্ব্লুয়ালিয়া
4➤ যামিনী কৃষ্ণমূর্তি কোন নৃত্য শৈলির একজন উৎকৃষ্ট শিল্পী?
ⓑ কুচিপুড়ি
ⓒ ভরতনাট্যম
ⓓ (B) ও © উভয়ই
5➤ The Dirty Pictur ছায়াছবির অভিনেত্রী কে?
ⓑ কারিনা কাপুর
ⓒ রানী মুখার্জি
ⓓ কাজল
6➤ The discovery of India বইটির লেখক কে?
ⓑ আর এস শর্মা
ⓒ জহরলাল নেহেরু
ⓓ মহাত্মা গান্ধী
7➤ ভারতে কলা সাহিত্য ও বিজ্ঞানে কৃতিত্বের জন্য সর্বোচ্চ সম্মান হল?
ⓑ পদ্ম পুরস্কার
ⓒ গ্যালান্টিক পুরস্কার
ⓓ কোনোটিই নয়
8➤ ওডিসি কোন প্রদেশের একটি বিখ্যাত নৃত্যশৈলী?
ⓑ মনিপুর।
ⓒ উত্তর প্রদেশ
ⓓ উড়িষ্যা
9➤ My Name Is Khan ছায়াছবিতে কে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন?
ⓑ সালমান খান
ⓒ ঋত্বিক রোশন
ⓓ আমির খান
10➤ বীর্য মহারাজ কোন নৃত্যশৈলীর একজন উৎকৃষ্ট শিল্পী?
ⓑ মনিপুরী
ⓒ কথক
ⓓ ওডিসি
11➤ Crime and punishment বইটির লেখক কে?
ⓑ মার্ক টোয়েন
ⓒ লিও তল তয়ে
ⓓ ভিক্টর হুগো
12➤ সিংঘম চলো চিত্রের মুখ্য ভূমিকায় কে অভিনয় করেন?
ⓑ অজয় দেবগন
ⓒ শাহিদ কাপুর
ⓓ সালমান খান
13➤ হেরি পটার সিরিজের লেখিকা কে?
ⓑ কে যে রাউলিং
ⓒ জে কে রাউলিং
ⓓ এ কে রাউলিং
14➤ রথযাত্রা কোন হিন্দু দেবতার সম্মানে অনুষ্ঠিত হয়?
ⓑ জগন্নাথ
ⓒ শিব
ⓓ বিষ্ণ
15➤ ডান্ডিয়া কোন প্রদেশে বিখ্যাত নাচ?
ⓑ গুজরাট
ⓒ তামিলনাড়ু
ⓓ মহারাষ্ট্র
16➤ নিম্নলিখিতের মধ্যে কোনটি প্রেম চাঁদ দ্বারা লিখিত নয়?
ⓑ গোদান
ⓒ গোদান
ⓓ রাগ দরবারী
17➤ সর্দার চলচ্চিত্রে নির্দেশক কে?
ⓑ শ্যাম বেনেগাল
ⓒ কেতন মেহতা
ⓓ তপন সিংহ।
18➤ The Bandit Queen চলচ্চিত্রের মুখ্য ভূমিকায় অভিনয় করেন?
ⓑ সীমা বিশ্বাস
ⓒ রূপা গাঙ্গুলী
ⓓ শাবানা আজমি
19➤ সফদর হাশমি- এর নাম কিসের সঙ্গে জড়িত
ⓑ চিত্র
ⓒ সাংবাদিকতা
ⓓ নাটক
20➤ The Three Musketeers- এর লেখক
ⓑ আলেকজান্ডার ডুমাস
ⓒ রবার্ট এল ভি স্টিভেনসন
ⓓ উলিয়াম শেক্সপিয়ার
21➤ সত্য চলচ্চিত্রটির নির্দেশক হলেন-
ⓑ জে পি দত্ত
ⓒ মনিরত্ন
ⓓ রামগোপাল বর্মা
22➤ সালাম বোম্বে চলচ্চিত্রটি নির্দেশক হলেন?
ⓑ মিরা নায়ার
ⓒ অপর্ণা সেন
ⓓ মৃণাল সেন
23➤ ভারতীয় ধ্রপদী নৃত্যের মূল উৎস নাট্যশাস্ত্র এর রচয়িতা হলেন ?
ⓑ ভরত মুনি
ⓒ অভিনব গুপ্ত
ⓓ তন্তু মুনি
24➤ কোনটি একটি একক নৃত্যের উদাহরণ?
ⓑ কুচিপুড়ি
ⓒ যক্ষগণ
ⓓ ওডিসি
25➤ পুলিৎজার পুরস্কার নিম্নলিখিত কোন বিষয়ের সঙ্গে যুক্ত?
ⓑ অলিম্পিক
ⓒ সাংবাদিকতা
ⓓ অসামরিক বিমানচালনা