2022 সালের মাধ্যমিক পরীক্ষার সিলেবাস | Syllabus of West Bengal Secondary Examination in 2022

 

2022 সালের মাধ্যমিক পরীক্ষার সিলেবাস | Syllabus of West Bengal Secondary Examination in
2022



 

মাধ্যমিক
পরীক্ষার সিলেবাস

মাধ্যমিক পরীক্ষা পশ্চিমবঙ্গের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা যে পরীক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীদের জীবনের সূত্রপাত ঘটে বোর্ডের প্রথম পরীক্ষার | এই পরীক্ষায় ছাত্রছাত্রীরা প্রথমবার নিজেদের হোম স্কুল ছেড়ে বোর্ডের সিলেক্টেড নির্দিষ্ট কোন স্কুলে প্রথম অভিভাবকদের সাথে পরীক্ষা দিতে যেতে হয় | আমরা অনেকেই মাধ্যমিক পরীক্ষা দিয়েছি এভাবেই আরে রীতিনীতি চলে আসছে যতদিন ধরে শিক্ষাব্যবস্থার বিকাশ ঘটেছে | আজকের এই আর্টিকেলে মাধ্যমিক পরীক্ষার সিলেবাস মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ নিয়ে আলোচনা করব |

মাধ্যমিক পরীক্ষার সিলেবাস

Madhyamick Syllebus

Details

Board Name

West Bengal
Secondary Examination 2022

Examinition Name

Madhyamick Exam

Topic

Madhyamic,
Syllebus,

Madhyamick Syllebus
2022

Published

Exam Date

Update Soon

Official Website

www.wbbse.gov.in

রাজ্যে মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের জন্য রেজাল্ট সিলেবাস দুটোই
প্রকাশিত করে WBBSE তাই বিগত বছরের সিলেবাস দেখলে বোঝা যাবে যে বর্তমান সিলেবাসে
আর আগের সিলেবাসে কতটুকু তফাৎ রয়েছে সিলেবাস দেখলে আপনারা বুঝতে পারবেন পুরনো
সিলেবাসের তুলনায় বর্তমান সিলেবাসে পাঠচক্র অনেক কমিয়ে দেওয়া হয়েছে | এবছরের
দশম শ্রেণীর সিলেবাস 30% থেকে 35% কাটছাঁট করে কমিয়ে দেয়া হয়েছে | আগের বছর
করণা মহামারীর জন্য পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে সিলেবাস কমিয়ে দেয়া
হয়েছিল যাঁদের ছাত্রছাত্রীরা অল্প সময়ে নিজেকে গুছিয়ে উঠতে পারে| তাই 2022 সালে
শিক্ষা পর্ষদ সেই একই সিদ্ধান্ত নিয়েছে সিলেবাস টা কমিয়ে যদি ছাত্র-ছাত্রীদের
মাথায় বাড়তি চাপ কমানো যায় | 


WB Madhyamik Exam Syllabus 2022

আমরা 2022 সালে মাধ্যমিক পরীক্ষার প্রতিটি সাবজেক্ট ওয়াইজ মোট তাদের সাতটি সাবজেক্ট রয়েছে তারমধ্যে এবছর পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বোর্ড থেকে প্রতিটি বিষয় অনুযায়ী সিলেবাস কমিয়ে দেওয়া হয়েছে | মাধ্যমিকের সিলেবাস এ বাংলা, ইংরেজি,
ইতিহাস ভূগোল, গণিত, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান এই বিষয়গুলোর মধ্যে প্রতিটি সাবজেক্ট দেখলে আপনারা বুঝতে পারবেন এখান থেকে কতটা কাটছাঁট করা হয়েছে | 

Bengali Frist
Language

গল্প (জ্ঞানচক্ষু , বহুরূপী, পথের দাবী,)

কবিতা :- আয় আরো বেঁধে
বেঁধে থাকি, আফ্রিকা, অশোক, প্রলয়উল্লাস, অভিষেক,
প্রবন্ধ: হারিয়ে
যাওয়া কালি কলম, 

নাটক: 
সিরাজউদ্দৌলা

পূর্ণাঙ্গ
সহায়ক গ্রন্থ: কোনি 

ব্যাকরণ:
কারক, অকারক সম্পর্ক,  সমাস,

English Second
Language

Lesson
1: Father’s Help.

Lesson
2: Fable.

Lesson
3: The Passing Away of Bapu.

Lesson
4: My Own True Family.

Lesson
5: Our Runaway Kite.

Grammar.

Writing
Skill.

History

অধ্যায় ১. ইতিহাসের ধারণা।

অধ্যায় ২. সংস্কার: বৈশিষ্ট্য ও মূল্যায়ন।

অধ্যায় ৩. প্রতিরোধ ও বিদ্রোহ।

অধ্যায় ৪. সংঘবদ্ধতার গোড়ার কথা।

অধ্যায় ৫. বিকল্প চিন্তা ও উদ্যোগ
(উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ পর্যন্ত): বৈশিষ্ট্য ও পর্যালোচনা।

Geography

·        
বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ।

·        
ভারত (ভূমিকা, ভারতের প্রাকৃতিক পরিবেশ, ভারতের অর্থনৈতিক পরিবেশ,
মানচিত্র)।

Math

·        
একচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ।

·        
সরল সুদকষা।

·        
বৃত্ত সম্পর্কিত উপপাদ্য।

·        
আয়তঘন।

·        
অনুপাত সমানুপাত।

·        
চক্রবৃদ্ধি সুদ (তিন বছর পর্যন্ত) সমাহার বৃদ্ধি হ্রাস (তিন বছর পর্যন্ত)

·        
বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য।

·        
লম্ব বৃত্তাকার চোঙ।

·        
দ্বিঘাত করণী।

·        
বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য।

·        
সম্পাদ্য: ত্রিভুজের পরিবৃত্ত অন্তর্বৃত্ত অঙ্কন।

·        
গোলক।

·        
ভেদ।

·        
অংশীদারি কারবার।

·        
বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য।

·        
লম্ব বৃত্তাকার শঙ্কু।

·        
সম্পাদ্য: বৃত্তের স্পর্শক অঙ্কন।

·        
সাদৃশ্যতা।

 

Life Science

·        
জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়।

·        
জীবনের প্রবাহমানতা।

·        
বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ।

Physical Science

·        
পরিবেশের জন্য ভাবনা।

·        
গ্যাসের আচরণ।

·        
রাসায়নিক গণনা।

·        
পদার্থবিদ্যাঃ

·        
আলো।

·        
চলতড়িৎ।

·        
রসায়নঃ

·        
পর্যায় সারণি ও মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা।

·        
আয়নীয় ও সমযোজী বন্ধন।

·        
তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া।





Download


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top