২০২৩ বছরের শেষ মাসের বেশ গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স| Current Affairs December 2023|

Current Affairs December 2023

 তো বন্ধুরা তোমরা যারা সরকারি চাকরির পিপারেশন নিচ্ছ তাদের জন্য আজকের এই প্রবন্ধটিতে ২৫টি এমন গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করছি যেগুলি পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ, রাজ্য সরকার ক্লার্ক পরীক্ষা, এছাড়াও রাজ্য ও কেন্দ্র সরকারের সমস্ত পরীক্ষার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এই প্রশ্নের উত্তর গুলি আপনারা অবশ্যই এক নজরে চোখ বুলিয়ে দিবেন যাতে আপনাদের সামনে পরীক্ষা উনিতে এসে থাকা প্রশ্নের উত্তর গুলি সহজ সরল ভাবে আপনাদের চোখের সামনে আসে |

1➤ কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন LUC Frieden?

ⓐ তিউনিশিয়া
ⓑ সোমালিয়া
ⓒ বাহরাইন
ⓓ লুকমবার্ক

➤ লুকমবার্ক


2➤ লেস ভেজ গ্র্যান্ড প্রাইজ 2023 জিতলেন কে?

ⓐ লিউজ হ্যামিলটন
ⓑ ম্যাক্স ভেসটেপেন
ⓒ উভয়
ⓓ কেউই নন

➤ ম্যাক্স ভেসটেপেন


3➤ সম্প্রতি কোথাকার কিস্তবর স্যাফ্রন GI tag পেল?

ⓐ উত্তরাখণ্ড
ⓑ সিকিম
ⓒ জম্মু-কাশ্মীর
ⓓ লাদাখ

➤ জম্মু-কাশ্মীর


4➤ ASEAN India Millet Festival 2023 শুরু হলো কোথায়?

ⓐ ইন্দোনেশিয়া
ⓑ বাংলাদেশ
ⓒ থাইল্যান্ড
ⓓ পাকিস্তান

➤ ইন্দোনেশিয়া


5➤ সম্প্রতি Lashkar-e-Taiba কে সন্ত্রাসবাদি সংগঠন হিসেবে ঘোষণা করলো কোন দেশ?

ⓐ ফিলিপিন
ⓑ ভারত
ⓒ ইজরাইল
ⓓ ফিলিস্তিন

➤ ইজরাইল


6➤ জল সংরক্ষণের ব্যাপারে সচেতনতা গর্তে ওয়াটার স্মার্ট কিট চ্যাম্পিয়ন্স লঞ্চ করলো কে?

ⓐ মেঘালয়
ⓑ মনিপুর
ⓒ হিমাচল প্রদেশ
ⓓ মিজোরাম

➤ মেঘালয়


7➤ কোন দেশের সাথে AUSTRAHIND-23 নামে যৌথ সেনা মহড়া শুরু করেছে অস্ট্রেলিয়া?

ⓐ ভারত
ⓑ ইন্দোনেশিয়া
ⓒ শ্রীলংকা
ⓓ অস্ট্রিয়া

➤ ভারত


8➤ IBSF Billiards Championship 2023 জিতলেন কোন দেশের খেলোয়াড় পঙ্কজ আধভানি?

ⓐ ইরান
ⓑ বাংলাদেশ
ⓒ আফগানিস্তান
ⓓ ভারত

➤ ভারত


9➤ বিশ্বের বৃহত্তম সিঙ্গেল সাইট সোলার পাওয়ার প্লান্ট উদ্বোধন করল কোন দেশ?

ⓐ চীন
ⓑ UAE
ⓒ জাপান
ⓓ আমেরিকা

➤ UAE


10➤ প্রথম Khelo India Para Games অনুষ্ঠিত হবে কোথায়?

ⓐ লখনৌ
ⓑ রাচি
ⓒ নিউ দিল্লি
ⓓ বেঙ্গালুরু

➤ নিউ দিল্লি


11➤ মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে সেভ সিটি প্রোজেক্ট লঞ্চ করল কোন রাজ্য?

ⓐ মহারাষ্ট্র
ⓑ উত্তর প্রদেশ
ⓒ তামিলনাড়ু
ⓓ গুজরাট

➤ উত্তর প্রদেশ


12➤ প্রথম ভারতীয় হিসেবে Emmy Award পেলেন কে?”

ⓐ বীর দাস
ⓑ রজত কিশোর
ⓒ আবুল রশিদ
ⓓ কেউই নন

➤ বীর দাস


13➤ সম্প্রতি প্রয়াত P.Valsala কোন ভাষার লেখিকা ছিলেন?

ⓐ মালায়ালাম
ⓑ হিন্দি
ⓒ গুজরাটি
ⓓ মারাঠি

➤ মালায়ালাম


14➤ নারী নির্যাতন প্রতিরোধে আন্তর্জাতিক দিবস পালন করা হয় কবে?

ⓐ ২৫ শে নভেম্বর
ⓑ 25 শে জুন
ⓒ ২৫শে মে
ⓓ কোনোটিই নয়

➤ ২৫ শে নভেম্বর


15➤ বিশ্বের প্রথম 3D প্রিন্টেড মন্দির বানালো কোন রাজ্য?

ⓐ উত্তর প্রদেশ
ⓑ গুজরাট
ⓒ কেরালা
ⓓ তেলেঙ্গানা

➤ তেলেঙ্গানা


16➤ Thread By Thread শিরোনামে বই লিখলেন কে?

ⓐ অতনু বসাক
ⓑ সত্য সরল
ⓒ গৌরব দিব্যেনি
ⓓ মনিরুল হক

➤ সত্য সরল


17➤ দ্বিতীয় কনিষ্ঠতম হিসাবে ন্যাশনাল স্কোয়ারস চ্যাম্পিয়ন জিতল কে?

ⓐ আনাহাত শিং
ⓑ তানভি খান্না
ⓒ অংশ দেসাই
ⓓ কেউ নন

➤ আনাহাত শিং


18➤ সমস্ত ধরনের ক্রিকেট থেকে ছয় বছরের জন্য ব্যান্ড হওয়া Marlon Samuels কোন দেশের খেলোয়াড়?

ⓐ নেদারল্যান্ড
ⓑ ওয়েস্ট ইন্ডিজ
ⓒ অস্ট্রেলিয়া
ⓓ ইংল্যান্ড

➤ ওয়েস্ট ইন্ডিজ


19➤ সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ফতেমা বিবি কত বছর বয়সে মারা গেলেন?

ⓐ ৯০
ⓑ ৮৮
ⓒ ৭৬
ⓓ ৯৬

➤ ৯৬


20➤ পোস্ট অফিসে পার্সেল লকার সার্ভিস দেবে, কোন কুরিয়ার কোম্পানি?

ⓐ Blue Dart
ⓑ Ekart
ⓒ Delhivery
ⓓ Shiprocket

➤ Blue Dart


21➤ UN Panel of External Auditors এ ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন কে?

ⓐ টি এন মূর্তি
ⓑ সৌম্য স্বামী
ⓒ গিরিশচন্দ্র মুর্মু
ⓓ মনোজ সিনহা

➤ গিরিশচন্দ্র মুর্মু


22➤ Stars Asian International Film Festival এ সেরা অভিনেতার তকমা পেলেন কে?

ⓐ রণবীর সিং
ⓑ শাহরুখ খান
ⓒ ইয়াস
ⓓ ইসবক সিং।

➤ ইসবক সিং।


23➤ Best Employer in Diversity & Inclusion আওয়ার জিতল কে?

ⓐ REC Ltd
ⓑ NTPC
ⓒ HCL
ⓓ Infosys

➤ REC Ltd


24➤ ভারত সংবিধান দিবস পালন করা হয় কবে?

ⓐ ২৬ শে নভেম্বর
ⓑ ২৬ শে জুন
ⓒ ১৫ই আগস্ট
ⓓ ১২ই জুন

➤ ২৬ শে নভেম্বর


25➤ 2028 সালে International Sugar Organisation এর চেয়ারম্যান হবে কোন দেশ?

ⓐ ভারত
ⓑ চীন
ⓒ বাংলাদেশ
ⓓ শ্রীলংকা

➤ ভারত


 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top