স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কি ? কিভাবে আপনারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করতে পারবেন ?

 

স্বামী বিবেকানন্দ
স্কলারশিপ কি ? কিভাবে আপনারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করতে পারবেন ?

ezgif-com-gif-maker-37

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পশ্চিমবঙ্গ সরকার দ্বারা রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য পরিচালিত করা হয়েছে যে সমস্ত ছাত্রছাত্রী তারা তাদের পরীক্ষার ফ্রী পড়াশোনার জন্য উপকরণ অর্থাৎ বই খাতা অন্যান্য সামগ্রী কিনতে অসমর্থন হচ্ছে যার জন্য অনেকেই কলেজের ফ্রী জমা না দিতে পারায় পড়াশোনা ছেড়ে দিচ্ছেন তাদের লেখাপড়ায় উৎসাহিত করার জন্যই এই ধরনের স্কলারশিপ এর আয়োজন করা হয়েছে | এই ধরনের স্কলারশিপ এর মাধ্যমে ভালো শিক্ষার্থীদের শিক্ষার দ্বারা তাদের উপর যে চাপ রয়েছে তা কমাতে সাহায্য করবে |

 >

লগুসংখ্যা দের মাদ্রাসা বিষয়ক শিক্ষা বিভাগের অধীনে পশ্চিমবঙ্গের লোকসংখ্যা দেশের উন্নয়ন সাধন করতে তাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে Swami Vivekananda Merit Cum Means স্কলার্শিপ প্রকল্পের জন্য আবেদন গুলি আমন্ত্রণ জানিয়েছে |

এই স্কলারশিপের লক্ষ্য মেধাবী আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া সংখ্যালঘু সম্প্রদায় ছাত্রছাত্রীরা যাতে তাদের লেখাপড়া চালিয়ে যেতে পারে সেদিকে সাহায্য করা এই স্কলারশিপের একমাত্র লক্ষ্য | এই স্কলারশিপের আয়ত্তে আসা ছাত্রছাত্রীদের প্রতিবছর RS.12000/- থেকে 60,000 পর্যন্ত বৃত্তি পাবেন

 

স্বামী বিবেকানন্দ
স্কলারশিপ নতুন নিয়মে আবেদন পদ্ধতি :

2022 নিয়ম অনুযায়ী স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পেতে ছাত্রছাত্রীদের ন্যূনতম 60% নাম্বার পেয়ে পাস থাকতে হবে | তবে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের জন্য দুটি ভিন্ন ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন | নিচের দুটো ওয়েবসাইটে উল্লেখ করা হলো



  • www.wbmdfcscholarship.org
    -( সংখ্যালঘু মুসলিম,
    খৃষ্টান, বৌদ্ধ,
    ধর্মের ছাত্রছাত্রীরা
    )
  • www.svmcm.wbhed.gov.in
    -( হিন্দু ধর্মের
    ছাত্র-ছাত্রীদের
    জন্য )

 

আগের নিয়ম অনুযায়ী আমরা দেখেছি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করতে গেলে ছাত্রছাত্রীদের নিম্নতম 75% নম্বর আবশ্যিক ছিলবর্তমানে বিভিন্ন পরিস্থিতি খতিয়ে দেখে ছাত্রছাত্রীদের সুবিধার্থে 60% করা হয়েছে | এই স্কলারশিপটি শুরু হয়েছে মাধ্যমিক পাশের পর থেকে কিন্তু আবার 11 ক্লাস কে এই স্কলারশিপের হাত থেকে বঞ্চিত রেখেছে কেননা 11 ক্লাস পরীক্ষা হয় নিজের স্কুলের ভিতরে এবং সেখানে ছাত্রছাত্রীরা অনায়াসেই 60% নাম্বার তুলতে পারে | বোর্ডের পরীক্ষাগুলির ক্ষেত্রে আপনারা এই স্কলারশিপ পেয়ে যাবেন অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিগ্রি কোর্সে ভর্তি ছাত্র ছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন |

কোর্সের
নাম
 

স্কলারশিপ
এর পরিমান

একাদশ
শ্রেণি

1200
টাকা

স্নাতক
( 1,2,3, B.A )
 

প্রতিবছর
12,000 টাকা
 

B.ED 

প্রতিবছর
24,000 টাকা
 

মাস্টার
ডিগ্রী
 

প্রতিবছর
24,000 টাকা
 

SVMCM
কলারশিপ এর হেল্পলাইন
 

18001028014

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করার যোগ্যতা : 

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করার জন্য বেশকিছু কাইটেরিয়া রয়েছে সেগুলো আপনাকে মেনে চলে তবে আমি স্কলারশিপের যোগ্য হয়ে উঠবেন |


ü  আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে


ü  পশ্চিমবঙ্গে অবস্থিত একটি প্রতিষ্ঠান থেকে শিক্ষা লাভ করতে হবে 


ü  আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় আড়াই লক্ষ টাকা কম হতে হবে |


ü  আবেদনকারী যদি 60% নম্বর সহ মাধ্যমিক পাস করে এগারো ক্লাসে ভর্তি হয় তাহলে এই স্কলার্শিপ আবেদন করতে পারবে |


ü  আবেদনকারী যদি 60% নম্বর সহ উচ্চমাধ্যমিক পাশ করে থাকে এবং UG যে কোন সাবজেক্ট অথবা মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা কোর্সে ভর্তি হবেন তবে আপনি এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন |


ü  যারা কন্যাশ্রীর K1,K2 দিয়েছেন তারা যদি PG তে 45% শতাংশ নাম্বার সাহো ভর্তিহন তবে তারাও স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর সুবিধা পাবেন |


স্বামী বিবেকানন্দ মেরিট-কাম মিনস স্কলার্শিপ আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস
এর প্রয়োজন ?

ü আবেদনকারী শেষ ক্লাসের রেজাল্ট 

ü আবেদনকারীর গতবছরের এডমিট কার্ড

ü পরিবারের ইনকাম সার্টিফিকেট

ü ব্যাংকের পাস বইয়ের প্রথম পাতা

ü স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট ( রেশন কার্ড /আধার কার্ড /ভোটার কার্ড

ü নতুন ক্লাসে ভর্তি রশিদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top