ল্যাপটপ বা কম্পিউটারে মাউসের রাইট ক্লিক ডিজিবল হয়ে গেলে কি করে ঠিক করবেন ?
বন্ধুরা আজকের এই আর্টিকেলে আমরা শিখব আপনাদের যদি কম্পিউটারে কখনো মাউসের মধ্যে থাকা একটি সমস্যা আছে হয়তো আপনারা আর্জেন্ট কোন কাজ করছেন সেই মুহূর্তে আপনাদের কম্পিউটারের সাথে যুক্ত যে মাউসটি রয়েছে সেই মানুষটিতে হঠাৎ করে রাইট ক্লিক ডিজিবল হয়ে গেছে এর জন্য আপনি চটজলটি কোন কাজ করতে পারছেন না এমন সমস্যায় আপনি পড়লে এর সমাধান কিভাবে করবেন আজকের তাই এই আর্টিকেলে আপনাদের এমন একটি সমস্যার সমাধান নিয়ে এসেছি আপনারা যদি এই সমস্যার ভুক্তভোগী হয়ে থাকেন তবে অবশ্যই আপনারা আমার এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন এবং মন দিয়ে স্টেপ বাই স্টেপ করার চেষ্টা করুন তবেই আপনারা এই সমস্যা থেকে রেহাই পাবেন |
কম্পিউটারে বা ল্যাপটপে রাইট ক্লিক কাজ করা বন্ধ হয়ে গেলে কি করবেন ?
আমরা সকলে এই ছাড়া কম্পিউটার বা ল্যাপটপ চালাই এই সমস্যার সম্মুখীন অনেকবারই হয়েছি | ইউটিউবে অথবা google এ এমন অনেক আর্টিকেল পেয়ে যাবেন যেখান থেকে আপনারা এই ধরনের সমস্যার সমাধান পাবেন। তবে আমি আপনাদেরকে একটা শর্ট টিপস দিচ্ছি যার মাধ্যমে আপনারা সহজেই এই ধরনের সমস্যার সমাধান করতে পারবেন | এর জন্য আপনাদেরকে ভালোভাবে আপনাদের ল্যাপটপ অথবা কম্পিউটারের Keyboard সম্পর্কে সঠিক জ্ঞান থাকতে হবে তবেই কিন্তু আপনারা জানতে পারবেন কিভাবে এই সমস্যার সমাধান করা যায় | আশা করি আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা কিন্তু কিবোর্ডের শর্টকাট Key সম্পর্কে একটু জ্ঞান আছে সেটারই ব্যবহার করে আপনারা বার করে ফেলতে পারেন এই সমস্যা সমাধান |
আপনার কম্পিউটারের কিবোর্ড থেকে Windows+R প্রেস করতে হবে তারপর আপনার সামনে একটা নতুন windows আসবে আপনার মনিটরের বাঁদিকে নিচের দিকে তাকাবেন সেখানে একটা সার্চ বার ওপেন হয়ে গেছে।
নিচের চিত্র অনুযায়ী ফলো করুন
এবার এখানে আপনারা টাইপ করবেন devmgmt.msc তারপর এন্টার মারবেন আপনার সামনে একদম নতুন একটি ট্যাব ওপেন হবে নিচের চিত্র অনুযায়ী দেখুন
নিচের চিত্র অনুযায়ী ফলো করুন
এবার আপনি ডিভাইস (Device) অপশনটিকে বেছে নেবেন তারপর সেখানে আপনাকে Update অপশনটিতে ক্লিক করে এন্টার (Enter) করতে হবে এবার আপনার সামনে দুটো অপশন বেরাবে। আপনি প্রথম অপশনটিতে ক্লিক করে এবং আপনার কম্পিউটার লোডিং অটোমেটিকলি নেয়া শুরু হবে ততক্ষণ আপনাকে কিছুক্ষন ওয়েট করতে হবে | এবার আপনার কম্পিউটারের সাথে যুক্ত Mouse আবার পুনরায় আগের মত কাজ করা শুরু হবে যে প্রবলেমটা আপনার ছিল আশা করি সেটা থেকে আপনারা পুনরায় মুক্তি লাভ পেয়ে যাবেন |