রাজ্যে কয়েকহাজার ক্লাস নিয়োগ | মাধ্যমিক পাসযোগ্যতাই ক্লার্ক নিয়ম
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যে কয়েক হাজার ক্লার্ক নিয়োগ করা হবে | তবে সেটা সরকারিভাবে শূন্যপদ কত হবে সেটা এখনো পর্যন্ত জানানো হয়নি। তবে ক্লার্কশিট এক্সামিনেশন 2023 এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট লোয়ার ডিভিশন ক্লাস সহ বিভিন্ন পদে নিয়োগ করা হবে |
আগাম সূত্র অনুযায়ী শূন্য পদের তালিকা নির্দিষ্ট সময়ে জানানো হবে অফিশিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে |নিয়ম অনুসারে টকিসিলি জাতি তপশিলি উপজাতি ওবিসি দৈহিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের এবং দক্ষ খেলোয়াড়দের জন্য শূন্য পদ সংরক্ষণ করা হবে |
রাজ্যে কয়েকহাজার ক্লাস নিয়োগ | মাধ্যমিক পাসযোগ্যতাই ক্লার্ক নিয়োগ
পদের নাম | লোয়ার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট |
শূন্যপদ | নির্দিষ্ট সময় জানানো হবে |
বয়স | ১৮ থেকে ৪০ বছর |
যোগ্যতা | মাধ্যমিক পাস সেই সঙ্গে কম্পিউটার দক্ষতা |
অফিসিয়াল নোটিফিকেশন | Download |
অফিসিয়াল ওয়েবসাইট | https://wbpsc.gov.in |
রাজ্যে ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি ২০২৩ | WBPSC clerkship 2023
রাজ্যে কয়েকহাজার ক্লাস নিয়োগ | মাধ্যমিক পাসযোগ্যতাই ক্লার্ক নিয়োগ
পদের নাম | লোয়ার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট |
বেতন | ২২ হাজার ৭০০ টাকা, ৫৬ হাজার ৫০০ |
গুরুত্বপূর্ণ তারিখ | আবেদন শুরু- ২৯ ডিসেম্বর পর্যন্ত চলবে |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদন ফ্রি | ১১০ টাকা |
অফিসিয়াল ওয়েবসাইট | https://wbpsc.gov.in |
এটা একটি অফিসিয়াল তরফ থেকে প্রকাশিত শর্ট নোটিফিকেশন ছিল সম্পূর্ণ নোটিফিকেশনটি আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে খুব শিগগিরই প্রকাশিত করে দেবো যখনই অফিসিয়াল ওয়েবসাইট কোন খুঁটিনাটি রিপোর্ট আমরা আমাদের হাতে পাব। তো বন্ধুরা আপনারা যদি সরকারি চাকরির প্রিপারেশন নিয়ে থাকেন এবং আপনারা যদি একজন চাকরিপ্রার্থী হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের ওয়েবসাইটটি ফলো করবেন। এতে আপনারা প্রশিক্ষণের সাথে সাথে প্রতিদিনের সরকারি চাকরির আপডেট আপনারা পেয়ে যাবেন এই ওয়েবসাইটের মাধ্যমে|