মাধ্যমিকের ভূগোলের সিলেবাস

           মাধ্যমিকের ভূগোলের সিলেবাস

                                                                         (Geography)


যে সকল ছাত্র-ছাত্রীরা সামনের বছর অর্থাৎ ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা দেবেন এবং যারা এই বছর সবেমাত্র  দশম শ্রেণীতে উঠেছ তাদের কাছে সমস্ত সাবজেক্টের পাশাপাশি  ভূগোল একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেই ভূগোলে সিলেবাস সম্পর্কে আজ আমরা আলোচনা করব। ভূগোলে যে সমস্ত বিষয় আমাদের পাত্র আছে সেই সমস্ত বিষয় সম্পর্কে আজ আমরা আলোচনা করব। ২০২৪ সালের পরীক্ষার্থীদের জন্য সাজেশন ও বিভিন্ন শিক্ষামূলক আপডেট এবং নম্বর বিভাজন নিয়ে আজ আমরা এসেছি তোমাদের সাথে আলোচনা করতে। এই আলোচনাটি যদি তোমরা খুব মনোযোগ সহকারে পড়ো তাহলে নাইন্টি পার্সেন্ট মার্কস পেতে খুবই সহজ হবে তোমাদের কাছে। দেশে মার্চ কিভাবে পেতে হয় সেই গোপন কৌশলটি আমরা আলোচনা করব তোমাদের সামনে। আমরা প্রত্যেকটি সাবজেক্ট এর বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ নোট, সাজেশন, অধ্যায়ের ব্যাপারে বিভিন্ন বিশ্লেষণ করে থাকি। তাই আজ আমরা আলোচনা করবো ভূগোল বিষয়টি নিয়ে। তোমাদের ভূগোল বিষয়টিতে মোট ছয়টি অধ্যায় রয়েছে সেই ছয়টি অধ্যায় গুলি হল :-


  1. বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ
  2. বায়ুমণ্ডল
  3. বারিমন্ডল
  4. বর্জ্য ব্যবস্থাপনা
  5. ভারত ( ভারতের প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ )
  6. উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র সূচক মানচিত্র


 মোটেই ছয়টি অধ্যায় তোমাদের সিলেবাসে রয়েছে। তোমাদের লিখিত পরীক্ষা হবে ৯০ নম্বরের। এবার তোমরা জেনে নাও কোন কোন অধ্যায় থেকে কত নম্বরের কোশ্চেন হতে পারে।

 প্রথমে রয়েছে প্রাকৃতিক ভূগোল। প্রাকৃতিক ভূগোল এই অধ্যায়ের মধ্যে অন্তর্গত তিনটি অধ্যায় রয়েছে। সেই তিনটি অধ্যায় হল-

১. প্রথম অধ্যায়-বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ।

২. দ্বিতীয়-বায়ুমণ্ডল

৩. তৃতীয় অধ্যায় -বারিমন্ডল।


এই তিনটি অধ্যায় থেকে মোট 32 নম্বরের কোশ্চেন অ্যানসার লিখতে হবে।এরপর পরিবেশ ভূগোলের অন্তর্গত একটি অধ্যায় রয়েছে যা তোমাদের চতুর্থ অধ্যায় – বর্জ্য ও ব্যবস্থাপনা মোট ৮ নম্বর এই অধ্যায় থেকে প্রশ্ন থাকবে। এই অধ্যায় থেকে তোমাদের কোন পাঁচ মানের প্রশ্ন থাকে না সবই শর্ট কোশ্চেন থাকবে।আঞ্চলিক ভূগোলের অন্তর্গত একটি অধ্যায় রয়েছে। যা তোমাদের পঞ্চম অধ্যায় – ভারত( ভারতের প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ সম্পর্কে ) সব রকমের কোশ্চেন মিলিয়ে মোট ৩২ নম্বরের কোশ্চেন হবে এই চ্যাপ্টারটা থেকে।


এরপর উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যপূর্ণ মানচিত্র অন্তর্গত একটি অধ্যায় রয়েছে যা তোমাদের ষষ্ঠ অধ্যায় নামে পরিচিত – এই অধ্যায় থেকে তোমাদের আট নম্বরের কোশ্চেন থাকবে। মনে রেখো এই অধ্যায় থেকে তোমাদের কোন রকম পাঁচ নম্বরে প্রশ্ন থাকবে না। এরপর থাকবে ভারতের মানচিত্র বা ম্যাপ পয়েন্টিং যা তোমাদের মানচিত্র অধ্যায় থেকে থাকবে তোমাদের ১০ নম্বরের কোশ্চেন হবে এই অধ্যায় থেকে। যেকোনো দশটি জায়গার নাম দেওয়া থাকবে এবং একটি মানচিত্র ম্যাপ দেওয়া হবে এবং সেই ১০ টি জায়গায় সেই মানচিত্রে তোমাদেরকে চিহ্নিত করতে হবে। প্রত্যেক একটি জায়গা চিহ্নিত করতে পারলে এক নম্বর করে দেওয়া যাবে। এই হল তোমাদের নম্বর বিভাজনের ব্যাপার।


তো বন্ধুরা এই ছিল আজকে তোমাদের জন্য আমাদের তরফ থেকে মাধ্যমিকের ভূগোলের সিলেবাস এর  সাজেশন। এই ছয়টি অধ্যায় তোমরা খুব মনোযোগ সহকারে ভালোভাবে বুঝে পড়ো আর দেখবে জিনিসটা যদি তোমরা ভালোভাবে বুঝে মাথায় ঢুকিয়ে নিতে পারো তাহলে এই চ্যাপ্টার গুলো থেকে যে ধরনেরই বড় প্রশ্ন যেভাবেই প্রশ্ন করুক না কেন ঘুরিয়ে ফিরিয়ে তোমরা অ্যানসার গুলি সাজিয়ে ঠিক মতন দিতে পারবে। আর এই সিলেবাস থেকে যদি তোমরা মাথায় রেখে ঠিকভাবে বুঝে পড়ো তাহলে দেখবে 95% এর বেশি নম্বর অনায়াসেই তোমরা পেয়ে যাবে।


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top