ভূগোলের ২৫ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর চাকরিপ্রার্থীদের পরীক্ষার জন্য | Geography Questions 2023

ভূগোলের ২৫ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর


প্রিয় বন্ধুরা, 


আজ ভূগোলের প্রশ্ন উত্তর আপনাদের প্রদান করছি যেটিতে ভারতের ভূগোল বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর বাংলা ভাষায় লিপিবদ্ধ রয়েছে | চাকরি পরীক্ষাতে অন্যান্য বিষয়ের মতই ভূগোলের বেশ গুরুত্বপূর্ণ বিষয় | সেহেতু এই বিষয়ে থেকে প্রায় প্রতিটা পরীক্ষাতে প্রশ্ন আসে


 

1➤ ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে যুক্ত করেছে কোন কাল?

ⓐ করিনিথয়না খাল
ⓑ গ্রান্ড খান
ⓒ পানামা খাল
ⓓ সুয়েজ খাল

➤ সুয়েজ খাল


2➤ আলমাত্তি বাদ কোথায় অবস্থিত?

ⓐ হিমাচল প্রদেশ
ⓑ উত্তরাখন্ড
ⓒ কর্ণাটক
ⓓ তামিলনাড়ু

➤ কর্ণাটক


3➤ হাম্পি কোন নদীর তীরে অবস্থিত?

ⓐ কৃষ্ণ
ⓑ কাবেরী
ⓒ তুঙ্গভদ্রা
ⓓ গোদাবরী

➤ তুঙ্গভদ্রা


4➤ নিম্নলিখিত কোনটি খারিফ শস্য নয়?

ⓐ চাল
ⓑ ভুট্টা
ⓒ তুলা
ⓓ জব

➤ জব


5➤ কাকোলাত জলপ্রপাত কোন রাজ্য অবস্থিত?

ⓐ বিহার
ⓑ উত্তরপ্রদেশ
ⓒ হিমাচল প্রদেশ
ⓓ উত্তরাখন্ড

➤ বিহার


6➤ নিম্নলিখিত কোন দ্রাঘিমা ভারতীয় প্রমাণ সময় সূচিত করে?

ⓐ 85.5 পূর্ব
ⓑ 86.5 পূর্ব
ⓒ 84.5 পূর্ব
ⓓ 82.5 পূর্ব

➤ 82.5 পূর্ব


7➤ নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত?

ⓐ কৃষ্ণ
ⓑ চম্বল
ⓒ কৌশি
ⓓ শতদ্রু

➤ কৃষ্ণ


8➤ আলোকবর্ষ হল—

ⓐ সূর্য এবং পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব
ⓑ আলোর এক বছরের অতিক্রান্ত দূরত্ব
ⓒ পৃথিবী এবং চাঁদের মধ্যবর্তী গড় দূরত্ব
ⓓ কোনোটিই নয়

➤ আলোর এক বছরের অতিক্রান্ত দূরত্ব


9➤ পৃথিবীর বৃহত্তম সাধু জলের হৃদ হলো?

ⓐ সুপিরিয়র হ্রদ
ⓑ ভিক্টোরিয়া
ⓒ কাস্পিয়ান সাগর
ⓓ কোনোটিই নয়

➤ সুপিরিয়র হ্রদ


10➤ নিম্নলিখিত কোনটি পৃথিবীর প্রাচীনতম এবং গভীরতম স্বাদু জলের হ্রদ?

ⓐ টিটি কাকা হ্রদ
ⓑ বৈকাল হ্রদ
ⓒ চিকলা হ্রদ
ⓓ সুপিরিয়ড হ্রদ

➤ বৈকাল হ্রদ


11➤ উপকেন্দ্র এর সঙ্গে জড়িত

ⓐ ভূমিকম্প
ⓑ ভঙ্গিলতা
ⓒ পৃথিবীর অভ্যন্তর ভাগ
ⓓ চুক্তি

➤ ভূমিকম্প


12➤ পৃথিবীর আকৃতি বৃত্তাকার হলেও কোথাও কোথাও চ্যাপ্টা এই চ্যাপ্টা অঞ্চল হল?

ⓐ বিষুব অঞ্চল
ⓑ ক্রান্তীয় অঞ্চল
ⓒ সিক্সটি সিক্স উত্তর বা দক্ষিণ অঞ্চল
ⓓ মেরু অঞ্চল

➤ মেরু অঞ্চল


13➤ পৃথিবীর যে অঞ্চলে সর্বাধিক বৃষ্টিপাত হয়?

ⓐ ভূমধ্যসাগরীয় অঞ্চল
ⓑ নাতিস্মতার অঞ্চল
ⓒ নিরক্ষীয় অঞ্চল
ⓓ ক্লান্তীয় পার্বত্য অঞ্চল।

➤ নিরক্ষীয় অঞ্চল


14➤ কোন রাজ্যের মধ্যে দিয়ে ৪৪ টি পশ্চিম বাহিনী এবং পূর্ব বাহিনী প্রবাহিত হয়েছে এবং সেটি নদী এবং উপহাসের দেশ হিসেবেও খেত?

ⓐ কর্ণাটক
ⓑ হারিয়ানা
ⓒ অরুনাচল প্রবেশ
ⓓ কেরল

➤ কেরল


15➤ আন্নামালাই বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত?

ⓐ তামিলনাড়ু
ⓑ মধ্যপ্রদেশ
ⓒ কর্ণাটক
ⓓ অন্ধপ্রদেশ

➤ তামিলনাড়ু


16➤ কোন নদীর তীরে নিউইয়ার অবস্থিত?

ⓐ কলোরাডো
ⓑ হার্ডসন
ⓒ মিসিসিপি
ⓓ আমাজান

➤ হার্ডসন


17➤ এন্নোর বন্দর কোথায় অবস্থিত?

ⓐ তামিলনাড়ু
ⓑ কর্ণাটক
ⓒ কেরল
ⓓ অন্ধপ্রদেশ

➤ তামিলনাড়ু


18➤ ডাউনস এক ধরনের নাতিশীতোষ্ণ তৃণভূমি যা দেখা যায়|

ⓐ অস্ট্রেলিয়া
ⓑ নিউজিল্যান্ড
ⓒ জাপান
ⓓ আমেরিকা

➤ অস্ট্রেলিয়া


19➤ ভারতের হিমালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভৌগলিক অবদান কি?

ⓐ বিদেশি আক্রমণ রোধ করা
ⓑ কাঠের উৎকৃষ্ট উৎসালন
ⓒ এটি মৌসুমী বায়ুর উত্তর দিকের প্রবাহকে রোধ করে এবং বহু বর্ষজীবী নদীর উৎস হিসেবে কাজ করে
ⓓ উত্তরের শৈত্য প্রবাহ থেকে ভারতকে রক্ষা করে

➤ উত্তরের শৈত্য প্রবাহ থেকে ভারতকে রক্ষা করে


20➤ পৃথিবীর মেরু ব্যাসাদ নিরক্ষীয় ব্যাসার্ধের তুলনায় কত ছোট?

ⓐ ২৫ কিমি
ⓑ ৮০ কিমি
ⓒ ৪২ কিমি
ⓓ ৩০ কিমি

➤ ৪২ কিমি


21➤ নিম্নলিখিত কোনটি এক ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত?

ⓐ শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত
ⓑ পরিচলন বৃষ্টিপাত
ⓒ সীমান্ত বৃষ্টিপাত
ⓓ কোনোটিই নয়

➤ পরিচলন বৃষ্টিপাত


22➤ নিম্নলিখিত কোনটি পৃথিবীর বৃহত্তম নদী?

ⓐ নীল
ⓑ মেসিসিপি মুসৌরি
ⓒ আমাজন
ⓓ ইয়াং সি কিয়া

➤ আমাজন


23➤ নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত?

ⓐ ফ্রান্স
ⓑ ইটালি
ⓒ সুইডেন
ⓓ আমেরিকা

➤ আমেরিকা


24➤ ভারতের স্থাপিত প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হল?

ⓐ সুরাট
ⓑ তারাপুর
ⓒ ট্রমবে
ⓓ সোলাপুর

➤ তারাপুর


25➤ নিম্নলিখিত কোনটি ভারতের পূর্ব বাহিনী নদী।

ⓐ তাপ্তি
ⓑ মহানদী
ⓒ নর্মদা
ⓓ কোনোটিই নয়

➤ মহানদী


 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top