তো বন্ধুরা এগুলো ভূগোলের অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগুলো পরীক্ষার সময় আপনারা অবশ্যই পাবেন। এগুলো নিয়ে যদি আপনারা ঠিকঠাক ভাবে চর্চা করেন তাহলে পরীক্ষায় সফলতা অর্জন করবেন। এছাড়া বন্ধুরা এইসব প্রশ্ন উত্তর রেলওয়ে, ব্যাংকের চাকরি,পুলিশের চাকরি, এয়ার লাইনের চাকরি এবং অন্যান্য সরকারি চাকরির পরীক্ষাতেও আসে।
1.নীল গ্রহ বলা হয়-
A. পৃথিবীকে
B. শনিকে
C. শুক্রকে
D. মঙ্গলকে
2.পৃথিবীর নিকটতম গ্রহ-
A. বুধ
B.শুক্র
C.মঙ্গল
D. বৃহস্পতি
3. পৃথিবীর নিরক্ষীয় ব্যাসের দৈর্ঘ্য-
A. ১২,৭১২ কিমি
B. ১২,৭৪৫ কিমি
C. ১২,৭৫৭ কিমি
D. ১২,৫০০ কিমি
4. পৃথিবীর মেরু ব্যাস এর দৈর্ঘ্য-
A. ১২৪০০ কিমি
B. ১২৭১৪ কিমি
C.১২৭০০ কিমি
D.১২৭২০ কিমি
5. ‘পৃথিবীর সূর্যের চারদিকে ঘোরে’ প্রথম বলেছেন-
A. গ্যালিলিয়ো
B.কপার্নিকাস
C.আর্যভট্ট
D.বরাহমিহির
6. সূর্যের নিকটতম গ্রহের নাম-
A. বুধ
B.শুক্র
C.প্লুটো
D.নেপচুন
7. ‘পৃথিবী সূর্য এবং নিজের চারিদিকে ঘোরে’ সর্বপ্রথম বলেন-
A. কোপার্নিকাস
B. আর্যভট্ট
C.গ্যালিলিয়ো
D.নিউটন
8. পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব-
A. ১৪ কোটি কিমি
B. ১৫ কোটি কিমি
C. ১৬ কোটি কিমি
D. ১২ কোটি কিমি
9. পৃথিবীর প্রকৃত আকৃতি-
A. বৃত্তাকার
C.উপবৃত্তাকার
C.অভিগত গোলকের ন্যায়
D.আয়তাকার
10. পৃথিবীর স্থলভাগের সর্বোচ্চ অঞ্চল-
A.মাউন্ট এভারেস্ট
B.পামির মালভূমি
C.তিব্বত মালভূমি
D.সুমেরু অঞ্চল
11. পৃথিবীর গভীরতম অঞ্চল-
A. মারিয়ানা খাদ
B.সুন্দা খাদ
C.সেন্ট লুইস খাদ
D. কুমেরু অঞ্চল
12. পৃথিবীর বন্ধুরতার প্রসর প্রায়-
A. ১০ কিমি
B. ২০ কিমি
C.২৫ কিমি
D.৩০ কিমি
13. পৃথিবীর নিরক্ষীয় ও মেরু ব্যাস এর মধ্যে পার্থক্য-
A. ৪০ কিমি
B. ৪২ কিমি
C. ৪৩ কিমি
D. ৪৫ কিমি
14. একটি বামন গ্রহের উদাহরণ হল-
A. প্লুটো
B. বুধ
C. মঙ্গল
D. নেপচুন
15. বেডফোর্ড কালের পরীক্ষা করেন-
A.ওয়ালেস
B. টরিসেলি
C. ফুঁকো
D.গ্যালিলিও
16. পৃথিবীর গড় ব্যাসার্ধ-
A. ৬৩০০ কিমি
B. ৬৩৭১ কিমি
C. ৬৫০০ কিমি
D. ৬৬০০ কিলো
17. ১৭৯৭ সালে বিজ্ঞানী হেনরি ক্যাভেনডিস নির্ণয় করেন পৃথিবীর-
A. ঘনত্ব
B. ওজন
C. পরিধি
D. ব্যাস
18. সূর্য থেকে দূরত্ব অনুসারে পৃথিবী স্থান-
A. দ্বিতীয়
B. তৃতীয়
C. চতুর্থ
D. পঞ্চম
19. পৃথিবীর প্রকৃত পরিধি হলো-
A. ৪০ হাজার ৪০০ কিমি
B. ৪০ হাজার ৭৫ কিমি
C. ৪০ হাজার ৫০০ কিমি
D. ৪০ হাজার ২০০ কিলো
20. সূর্য একটি-
A. গ্রহ
B. উপগ্রহ
C. নক্ষত্র
D. গ্রহাণু
21. পৃথিবীতে অভিগত গোলক বলা হয় কারণ পৃথিবীর-
A. উত্তর গোলার্ধ মেরুর কাছে ১৫ মিটার উঁচু
B. নিরক্ষীয় অঞ্চলে অধিক জলভাগ
C. পৃথিবীর উচ্চতা স্থান মাউন্ট এভারেস্ট
D. দুইমেরু চ্যাপ্টা ও নিরক্ষীয় প্রদেশ স্ফীত
22. পৃথিবীর মধ্যাকর্ষণ বল সবচেয়ে বেশি-
A. নিরক্ষীয় প্রদেশে
B. সমুদ্র সমতলে
C. পর্বতচুড়ায়
D. মেরুতে
23. ডিওয়েড কথার অর্থ-
A. অভিগত গোলক
B. সম্পূর্ণ গোলক
C. চ্যাপ্টা
D. পৃথিবীর মতো
24. বুদ ও শুক্রের আকৃতি-
A. অভিগত গোলক
B. নিখুঁত গোলক
C. জিওয়েড
D. চ্যাপ্টার
25.শুক্রের আবর্তন কাল-
A. ৩৬৫ দিন
B. ২৪ ঘন্টা
C. ২৪৩ দিন
C. ২৭ দিন
26. পৃথিবীকেন্দ্রিক মতবাদের পক্ষে ছিলেন-
A. কপারনিকাস
B. অ্যারিস্টটল
C. ব্রুনো
D. ব্রাহে
27. পৃথিবীর চারিদিকে চাঁদের ঘুরতে সময় লাগে-
A. ৩৬ দিন
B. ২০ দিন
C. ২৭ দিন
D. ২৭ ১/৩ দিন
28. পৃথিবীর কেন্দ্রবহীমুখী শক্তি সর্বাধিক হলো-
A. নিরক্ষীয় অঞ্চলের
B. ক্রান্তীয় অঞ্চলে
C. মেরু অঞ্চলে
D. হিমমন্ডলে
29. সৌরজগতের সর্বাধিক ব্যাস যুক্ত গ্রহ হল-
A. বুধ
B. শুক্র
C. বৃহস্পতি
D. মঙ্গল
30. বর্তমানে সৌরজগতের গ্রহের সংখ্যা-
A. পাঁচটি
B. ছটি
C. সাতটি
D. আটটি