ব্লগিং সম্পর্কিত সমস্ত প্রশ্ন উত্তর | ব্লগিং করার আগে যে বিষয়গুলি আপনাকে জেনে নিতে হবে ?
আজকের এই আর্টিকেলে আমরা ব্লগিং সম্পর্কিত বেশ কিছু প্রশ্ন উত্তর জানবো এবং সেখান থেকে সংগ্রহ করা জ্ঞান অনুযায়ী আমরা নিজেদের ব্লগিং ক্যারিয়ার সফল করার সিদ্ধান্ত নেব তাই ব্লগিং করার আগে অবশ্যই তাদের বিষয়বস্তু খুঁটিনাটি আপনাকে জেনে নেওয়া উচিত। তাহলে যদি আপনার ব্লগিং করতে কোন ত্রুটি থাকে অবশ্যই আপনি সেগুলির মেরামত করতে পারবেন।
1➤ ব্লগিং কি?
=> গুগলের একটি প্লাটফর্ম যেখানে আপনি প্রতিদিন আপনার কনটেন্ট দর্শকদের শেয়ার করতে পারবেন।
,
2➤ ব্লগিং থেকে কত টাকা আয় করা যায় ?
=> আপনি যদি একজন ব্লগার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার জানা উচিত ব্লগিং থেকে উপার্জনের পরিমাণ – আপনার ওয়েবসাইটে যদি ঠিকঠাক মতো ট্রাফিক আছে তাহলে আপনি এক হাজার ভিউয়ে $2-3 ডলার উপার্জন করতে পারবেন যদি আপনার কনটেন্ট বাংলায় হয়ে থাকে ইংলিশ কনটেন্ট এর জন্য সেটা আবার ৫ থেকে ৭ ডলার পর্যন্ত হতে পারে
,
3➤ কোন ট্রপিকের উপর ব্লগিং করলে উপার্জন বেশি হয় ?
=> সাধারণত টেক ক্যাটাগরির উপর কনটেন্ট লিখলে উপার্জন বেশি হয়।
,
4➤ এডসেন্স অপ্রয় এর জন্য কতগুলি পোস্ট লিখতে হয় ?
=> 30 টির বেশি পোস্ট লিখলে এডসেন্স অ্যাপ্রুভাল হয়ে যায়
,
5➤ ওয়েবসাইটকে মনিটাইজ করতে কতদিন সময় লাগে ?
=> আপনার ওয়েবসাইটে যদি ৩০ টি বেশি আর্টিকেল থাকে এবং আপনি প্রতিদিন আর্টিকেল লিখে থাকেন তাহলে ৩০ দিনের পর অ্যাডসেন্সের জন্য আবেদন করা যেতে পারে
,
6➤ মোবাইল থেকে কি ব্লগিং করা সম্ভব ?
=> হ্যাঁ আপনি এটি মোবাইল থেকে করতে পারবেন।
,
7➤ ব্লগিংয়ের কটি প্লাটফর্ম আছে ?
=> ব্লগিংয়ের জন্য দুটি প্ল্যাটফর্ম আছে -1) Google Blogger 2) WordPress
,
8➤ ইউটিউব ও ব্লগিং এর মধ্যে কোন প্লাটফর্মে বেশি উপার্জন করা যায় ?
=> ব্লগিংয়ে বেশি উপার্জন করা যায় কেননা ব্লগিং গুগল দ্বারা পরিচালিত গুগল থেকে বেশি সার্চ আর কথা হয় না
,
9➤ একটা ব্লগার পোস্ট এ কতগুলি ওয়ার্ডের আর্টিকেল লিখতে হয়?
=> কমপক্ষে ৬০০ ওয়ার্ডের বেশি আর্টিকেল লিখলে সেটাকে SEO বলে গণ্য করা হয়।
,
10➤ ব্লগিং কি বিনামূল্যে করা যেতে পারে ?
=> হ্যাঁ ব্লগিং টি বিনামূল্যে করা যেতে পারে। আপনাকে শুধু একটি ডোমেন খরচ দিতে হবে
,
11➤ Google Search Console কি ?
=> গুগল সার্চ কনসলের সাথে আপনার ওয়েবসাইটকে যুক্ত করতে হয় এটি ব্লগিংয়ের জন্য প্রথম পাঠ। গুগল সার্চ করলে আপনি যদি আপনার ওয়েবসাইট টিকে যুক্ত না করেন তাহলে কখনোই আপনার ওয়েবসাইটটি গুগলে র্যাংক করবে না । আপনার ওয়েবসাইটের উন্নতি এবং অবনতি জানতে Google Search Console একমাত্র মাধ্যম হিসাবে কাজ করে
,
12➤ Sitemap কি?
=> এক কথায় এটাকে ওয়েবসাইটের মানচিত্র বলে থাকে। যেমন google ম্যাপ থেকে আমরা কোন জায়গার লোকেশন চিহ্নিত করি তেমন Sitemap এর সাহায্যে আপনার ওয়েবসাইটে সমস্ত পোস্টগুলি কি ধরনের তা জানতে সাহায্য করে
,
13➤ Google News অ্যাপ্রুভাল হতে কত সময় লাগে ?
=> গুগল নিউজ থেকে আপনার ওয়েবসাইটটি লাইভ হতে 7 দিন সময় লেগে থাকে
,
14➤ পোস্টকে দ্রুত ইনডেক্স করবার জন্য উপায় কি?
=> আপনি প্রতিদিন আর্টিকেল লেখার পর সেটাকে Google Search Console এর সাহায্যে বারে বারে ইনডেক্স করানো। এছাড়াও Google News Approval নেওয়া।
,
15➤ SEO Contant কিভাবে লিখতে হয় ?
=> SEO কনটেন্ট লিখতে গেলে আপনাকে কমপক্ষে ৬০০ ওয়ার্ডের বেশি আর্টিকেল লিখতে হবে। যেখানে H1, H2, H3, H4, ব্যবহার করতে হবে
,
16➤ বাংলা বা ইংলিশ কোন ল্যাঙ্গুয়েজ এর ওপর আর্টিকেল লিখলে বেশি রোজগার করা যায় ?
=> ইংরেজি ভাষায় কনটেন্ট লিখলে আপনি বেশি উপার্জন করতে পারবেন।
,
17➤ M=? এটা কি আপনার ওয়েবসাইটের ইউরাল থেকে রিমুভ করা ভালো ?
=> এটা রিমুভ করলে আপনার ওয়েবসাইটে অনেক সমস্যা হতে পারে। হয়তো আপনার আর্টিকেলগুলি আর ইনডেক্স হবে না।
,
18➤ AdSense এপ্রোবেল পাবার শর্ত গুলি কি কি ?
=> আপনাকে প্রতিদিন আর্টিকেল লিখতে হবে ৬০০ ওয়ার্ডের বেশি। আপনাকে সমস্ত ইউনিক আর্টিকেল লিখতে হবে
,
19➤ Blogger ও WordPress কোন প্লাটফর্মে ব্লগিং করলে বেশি উপার্জন হয় ?
=> WordPress আপনার পোস্টগুলোতে ইম্প্রেশন বেশি দেবে তবে এটা খরচ বহুল।
,
20➤ ওয়েবসাইটে লোডিং স্পিড কমাবার জন্য কি করা উচিত ?
=> আপনার পোস্টে দেওয়া ছবিগুলোকে Webp কনভার্ট করে অপটিমাইজ করা। সিম্পিল একটা থিম নিয়ে কাজ করা।
,
21➤ ব্লগার ওয়েবসাইটে কিভাবে ট্রাফিক বাড়াবেন ?
=> SEO কনটেন্ট লেখা ও ব্যাকলিঙ্ক তৈরি করা
,
22➤ Parmalink কি?
=> আপনার ব্লক পোস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে Parmalink লাগানো এটা এক কথায় আপনার ওয়েবসাইটের পোস্টের ইউআরএল Example-how-to-make-money-online
,
23➤ Canonical Tag কি?
=> কেনিনিকাল ট্যাগ হচ্ছে আপনার ওয়েবসাইটে যে সমস্ত আর্টিকেলগুলি আছে সেগুলি কোন ভাষায় এবং সেগুলি ইউনিক কিনা সেটা গুগলকে চিহ্নিত করে দেওয়া
,
24➤ AdSense এপ্রোকাল এর জন্য কি প্রিমিয়াম টিম ব্যবহার করতে হয় ?
=> আপনি ফ্রি থিমেও এডসেন্স এপ্রোকাল পেয়ে যাবেন
,
25➤ AdSense পিন ভেরিফাই হতে কতদিন সময় লাগে ?
=> আপনার ওয়েবসাইটে যদি ১০ ডলার জমা হয়ে থাকে তাহলে আপনি পিন ভেরিফাইয়ের জন্য নোটিফিকেশন পেয়ে যাবেন
,
26➤ কি কি কারণে এডসেন্স সাসপেন্ডেড হয়ে যায় ?
=> আপনার ওয়েবসাইটে যদি ইনভেলিড ক্লিক এসে থাকে অথবা কোন অ্যাডাল্ট কনটেন্ট লিখে থাকেন তাহলে এডসেন্স সাসপেন্ড হতে পারে
,
27➤ এক ব্যক্তি কটা এডসেন্স একাউন্ট তৈরি করতে পারে ?
=> ব্যক্তিগত হিসেবে তিনি একটাই এডসেন্স একাউন্টের মালিক হতে পারবে।
,
28➤ ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটকে কি একটা এডসেন্স এর সাথে যুক্ত করা যায় ?
=> দুটো প্লাটফর্মকে একসাথে যুক্ত করা গেলেও তরফ থেকে আপনাকে নোটিফিকেশন না দিয়ে এডসেন্স একাউন্টটি সাসপেন্ড করে দিতে পারে। adset কখনোই চাইবে না আপনি একাধিক প্লাটফর্ম কে তাদের সঙ্গে যুক্ত করে উপার্জন করুন
,
29➤ ব্লগিং করার জন্য কি ডোমেন বাধ্যতামূলক ?
=> ডোমেন থাকলে আপনার বিজনেসটা দীর্ঘদিন স্থায়ী থাকে। আপনি সাবডুমানের উপরও কাজ করতে পারবেন Blogger এর পেমেন্ট দিয়ে
,
30➤ ইউটিউবের মনিটাইজেশন পলিসি কি ?
=> আপনাকে ৪০০০ ঘন্টা ওয়াচিং টাইম কমপ্লিট করতে হবে সেই সঙ্গে এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করতে হবে