ব্লগার ওয়েবসাইটে ডমেন কিভাবে যুক্ত করবেন ?

 ব্লগার ওয়েবসাইটে ডমেন কিভাবে যুক্ত করবেন ?


তো বন্ধুরা আজকের এই আর্টিকেলে আমরা শিখব কিভাবে আপনারা ব্লগার ওয়েবসাইটের জন্য একটি নির্বাচন করবেন এবং ব্লগারের সাথে যুক্ত করবেন। আপনার কাছে যদি একটি ব্লগ ওয়েবসাইট থেকে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার ব্লগ ওয়েব সাইটটিকে ব্লগারের সাথে যুক্ত করতে হবে না হলে আপনি দীর্ঘদিন ধরে এই ব্লগিং করতে পারবেন না এবং আপনার ইউজারকে প্রফেশনাল দেখাতে পারবেন না আপনার ওয়েবসাইট।

 ব্লগিং কি ?

প্রথমে বন্ধুরা আপনাদেরকে জানতে হবে ব্লগিং আসলে কি ব্লগিং হলো আপনার সেই সমস্ত অভিজ্ঞতা গুগলের কাছে শেয়ার করা যা থেকে আপনি একসময় সাহায্য পেয়েছেন এবং অপর ব্যাক্তি যদি গুগলের কাছে জানতে চাই আপনার দেওয়া এই ইনফরমেশন গুলো যাতে তাদের কাজে লেগে থাকে এই সমস্ত দিক গুলি গুরুত্ব দিয়ে আপনি যদি একটি ব্লক ওয়েবসাইট তৈরি করেন যার মাধ্যমে এই সমস্ত ইনফরমেশন গুলো আপনি দিয়ে থাকেন এই পদ্ধতিটিকেই ব্লগিং বলা হয়ে থাকে।

 ব্লগিংয়ের জন্য কোন প্লাটফর্মটি ভালো ?

 আপনি যদি এখনো ভাবছেন ব্লগিং করবেন তাহলে অবশ্যই আপনাকে জেনে নিতে হবে ব্লগিংয়ের ভালো প্ল্যাটফর্ম এবং আপনার উপযুক্ত ভালো প্লাটফর্ম কোনটি। ব্লগিংয়ের জন্য দুটো প্লাটফর্ম আছে –

  1. Blogger.com: এর জন্য আপনাকে একটি জিমেইল আইডি তৈরি করতে হবে এবং এটি গুগলের একটি প্ল্যাটফর্ম তাই বহু মানুষ ব্লগিং এর সাথে যুক্ত হয়ে এই প্লাটফর্মটিকে কাজে লাগিয়ে ব্লগিং করে চলেছে। অনেকে সেখান থেকে অর্থ উপার্জন করছে। এটার জন্য আপনি বিনামূল্যে পড়তে পারেন কোন মাসিক চার্জ আপনাকে দিতে হবে না তবে অবশ্যই আপনাকে একটি Domain কিনতে হবে।
  2. WordPress: এটি একটি থার্ড পার্টি একটি প্ল্যাটফর্ম যেখানে আপনাকে আপনার ওয়েবসাইট পোস্ট করবার জন্য একটি হোস্টিং এর প্রয়োজন হয়। তবে এটা সম্পূর্ণ প্রফেশনাল এই হোস্টিংগুলি আপনারা অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট থেকে ক্রয় করতে পারবেন এদের বিভিন্ন ধরনের প্ল্যান রয়েছে আপনারা আপনাদের প্ল্যান ক্রয় করতে পারবেন। তবে এটা ব্যয়বহুল হলেও এর ইম্প্রেশন ব্লগার এর তুলনায় অনেক বেশি থাকে তাই আর্নিং এর হিসাব করলে ওয়ার্ডপ্রেস আপনাকে বেশি অর্থ উপার্জন করতে সাহায্য করবে।

 ব্লগারের সাথে ডোমেইন কিভাবে যুক্ত করবেন ?

 ব্লগার ওয়েবসাইটের সাথে ডমিনকে যুক্ত করার জন্য আপনাকে যে কাজ গুলি করতে হবে সেগুলি আপনারা জেনে নিন
  •  প্রথমে আপনি Gmail ID সাহায্যে একটি ব্লগ তৈরি করবেন
  •  তারপরে সেই ব্লগের নামকরণ করবেন
  •  আপনাকে একটি ড্যাসবোর্ড দেয়া হবে
  •  এখানে আপনারা Setting এর একটি অপশন পাবেন
  • Setting এর ভেতর আপনারা Custom Dimain লেখা একটি অপশন পাবেন
  • সেখানে আপনি আপনার ডোমেন www.yourdomain.com বসিয়ে দেবেন
  •  সেখান থেকে আপনি DNS Managment কোডগুলি পেয়ে যাবেন।
 এবার আপনি যেখান থেকে ডমিন কিনেছেন সেই ওয়েবসাইটে যাবেন সেখানে আপনারা DNS সমস্ত কোডগুলো বসিয়ে দিতে হবে নিচে চিত্রসহ ফলো করুন বুঝতে পারবেন।

১ চিত্র অনুযায়ী

২ নং চিত্র অনুযায়ী

৩ নং চিত্র অনুযায়ী

৪নোংনচিত্র অনুযায়

৫ নং চিত্র অনুযায়ী

৬ নং চিত্র অনুযায়ী

৭ নং চিত্র অনুযায়ী

৮ নং চিত্র অনুযায়ী

৯ নং চিত্র অনুযায়ী



Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top