ব্লগার ওয়েবসাইটে গুগোল নিউজের কাজ কি ? গুগোল নিউজ কিভাবে আর্টিকেলকে ইন্টেক্স করে ?
ব্লগার ওয়েবসাইটের জন্য সবথেকে বেশি যে জিনিসটা একটা নতুন ব্লগারের শেখা উচিত সেটা হচ্ছে আপনার আর্টিকেল গুলিকে দ্রুত ইন্ডেক্স করা আপনি যত দ্রুত আর্টিকেলগুলো ইন্ডেক্স করবেন গুগলের কাছে ততো তাড়াতাড়ি আপনার আর্টিকেল সংক্রান্ত ইনফরমেশন গুলো দ্রুত পৌঁছে যাবে এর ফলে গুগল ভিজিটর দের কাছে তথ্য দ্রুত আপনার সাইটের ইনফর্মেশন গুলো প্রোভাইড করতে পারে এর থেকে আপনার ওয়েবসাইটে দ্রুত ভিজিটরস আসবে এবং আপনার সেই আর্টিকেলটিতে আপনি একজন রাইটার হিসেবে সফল অভিজ্ঞতা অর্জন করবেন |
গুগোল নিউজ এর কাজ কি ? What is the work of Google News?
গুগোল নিউজ আপনার লেখা আর্টিকেল গুলোকে ভিজিটরদের কাছে পৌঁছে দিতে সাহায্য করে যত বেশি আপনার আর্টিকেল গুগোল নিউজে ইন্ডেক্স থাকবে তত দ্রুত আপনার ওয়েবসাইট দাঁড়িয়ে যাবে অর্থাৎ আপনি যদি লিখে উপার্জন করতে চান তাহলে আপনাকে একমাত্র মাধ্যম হিসেবে দ্রুত আপনার আর্টিকেলটিকে ইন্ডেক্স করাতে সাহায্য করে |
কিভাবে গুগল নিউযে আপনার ওয়েব সাইটে সাবমিট করবেন ?
গুগোল নিউজে আপনার ওয়েবসাইটটিকে সাবমিট করার জন্য আপনাকে বেশ কিছু স্টেপ ফলো রাখতে হবে – আপনার একটি কন্টাক্ট সংক্রান্ত ধারণা থাকতে হবে আপনি সঠিকভাবে আপনার ওয়েবসাইটে লিখবেন তবে সেটার ডুবলিকেট কনটেন্ট লেখা হলে গুগোল নিউজ কিন্তু আপনার ওয়েবসাইট থেকে কখনোই তাদের চুক্তিভিত্তিক অ্যাপ্রভাল করাবেনা | এছাড়াও আপনি যদি সরকারি জব ও বেসরকারি জব এর উপর কনটেন্ট লিখে থাকেন তাহলে আপনাকে গুগল নিউজে কখনো এপ্রুভাল দেওয়া হবেনা, আপনাকে একটু বেশি ওয়ার্ডের আর্টিকেল লিখতে হবে এবং সেগুলি যেন সার্চেবল কনটেন্ট হয়ে থাকে |
গুগোল নিউজে নিজের ওয়েবসাইটে অ্যাপ্রভাল পাওয়ার জন্য নিজের স্টেপ গুলি ফলো করুন
- উপরের চিত্র অনুযায়ী আপনি আপনার ওয়েবসাইটের নাম (Publication Name) এই জায়গায় বুঝিয়ে দেবেন
- তারপর এখানে Primary Website Prosperity ( Your Site URL) ওয়েবসাইটের লিংক বুঝিয়ে দেবেন|
- এবার আপনি কোন লোকেশনে আপনার আর্টিকেল গুলি দেখাতে চাইছে অর্থাৎ ভারত হলে ভারতের জন্য সেট করবেন |
এবার আপনাকে গুগল নিউজের মেন সেটিং করে নিতে হবে অর্থাৎ এখানে আপনি আপনার গুগোল নিউজের জন্য লোগো তৈরি করতে হবে এবং এটা যদি আকর্ষণীয় তৈরি করেন তাহলে অবশ্যই দেখবেন আপনার ওয়েবসাইটে ভিজিটর সময় ঠিকমতো প্রবেশ করছে | এই লোগোর একটা নির্দিষ্ট সাইজ রয়েছে সেটা আপনারা দেখে নেবেন | Logo সাইজ কত রাখবেন ( 512×512) Square কার্ডে থাকতে হবে। এবার আমি আপনাদের একটা উপদেশ দিচ্ছি আপনারা যদি google নিউজে আপনার যে লোগোটাকে সেট করবেন এবং Fev আইকন সেট করবেন সেগুলো যেন আপনার ওয়েবসাইটের সাথে যুক্ত থাকে।