ব্লগার ওয়েবসাইটের জন্য SEO সেটিং | কিভাবে ব্লগার ওয়েবসাইটে SEO Setting করবেন ?
বন্ধুরা আজকের এই আর্টিকেলে আমরা শিখব আপনার ব্লগার ওয়েবসাইটের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ যে সমস্ত সেটিং রয়েছে সেগুলি আপনারা কিভাবে করতে পারবেন Blogger Website Advanced SEO Setting করার বিশেষ সুবিধা রয়েছে। এই সেটিংটি আপনার ওয়েবসাইট কে রেংক করাতে সাহায্য করবে।
ব্লগার ওয়েবসাইটে এডভান্স সেটিং ঠিক করে নিলে আপনার ওয়েবসাইটের আর্টিকেলগুলি দ্রুত ইনডেক্স করবে Frist Index for Blogger Website তাই আজকের এই আর্টিকেলটি অতি গুরুত্বপূর্ণ আর্টিকেল হতে চলেছে আপনারা সম্পূর্ণ পড়বেন আমি আপনাদেরকে এই সেটিংটির ফলে আপনার ওয়েবসাইটটি দ্রুত রাঙ্ক Frist Rank Site করবার কৌশল জানিয়ে দেবো।
How to do Setting Blogger SEO Setting | ব্লগার ওয়েবসাইটের জন্য কিভাবে SEO সেটিং করবেন ?
ব্লগার ওয়েবসাইটে আপনি যদি এডভান্স কিছু সেটিং করতে চান তাহলে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে সেগুলি নিচে বিবৃতি করা হলো।
- আপনার ব্লগার ওয়েবসাইটে Robot.TXT ফাইল যুক্ত করা
- Metatag তৈরি করা আপনার ওয়েবসাইটের জন্য
- সঠীক Keywoard নির্বাচন করা
- Google Search Console আপনার ওয়েবসাইটটিকে সাবমিট করা
- আপনার ওয়েবসাইটে সাইট ম্যাপ তৈরি করা
How to Create Robot.TXT file for Blogger Website | ব্লগার ওয়েবসাইটের জন্য কিভাবে Robot.TXT ফাইল তৈরি করবেন ?
- Goto Your Blogger Dashboard
- Click to Setting
- Fiend Custom Robot.TXT & Enabele IT
- Submit Your Robot.TXT File
User-agent: *Disallow: /searchDisallow: /p/Disallow: /?m=1Sitemap: http://bengalijurney.blogspot.com /atom.xml?redirect=false&start-index=1&max-results=500
এই ফাইলটিকে আপনার ব্লগার ওয়েবসাইটের Robot.TXT ফাইলটির জায়গায় বসিয়ে দেবেন। তারপর এখানে বেশ কিছু ট্যাগ রয়েছে সেগুলোকে এনাবেল করতে হবে।
- Home Page Tag > All / Noodp
- Archive and Search Page Tag > noindex >noodp
- Post and Page Tags > All / Noodp
কিভাবে আপনার ওয়েবসাইটকে Google Search Console এ জমা করবেন ?
উপরের চিত্র অনুযায়ী আপনাকে বাঁদিকে Domain লেখা জায়গাটিতে আপনার ওয়েবসাইটে url শুধুমাত্র www.example.com এইটুকু অংশই বসাতে হবে এবং url profix লেখা জায়গাটিতে আপনার ওয়েবসাইটের url বসিয়ে Continue অপশনটিতে ক্লিক করলেই আপনার ওয়েবসাইটটি গুগল সার্চ কনসিলের সাথে যুক্ত হয়ে যাবে। এবার গুগল সার্চ কনসোল থেকে আপনি আপনার ওয়েবসাইটের উন্নতি এবং অবনতি দুটোই লক্ষ্য করতে পারবেন।
How to Submit Sitemap to Google Search Console | কিভাবে গুগল সার্চ হলে সাইট ম্যাপ সাবমিট করবেন
সাইট ম্যাপ বসাইতে গেলে আপনাকে উপরের চিত্র অনুযায়ী Sitemap লেখা জায়গায় ক্লিক করতে হবে তারপর আপনি আপনার ওয়েবসাইটের ইউআরএল url. sitemap.xml লিখে সাবমিট করে দেবেন এভাবে যে করলে আপনি আপনার ওয়েবসাইটের সাইট ম্যাপ সাবমিট করতে পারবেন।
আপনারা এখান থেকে আপনাদের নিস অনুযায়ী সমস্ত কিওয়ার্ডগুলিকে পছন্দ করে নেবেন সেই কিওয়ার্ড গুলিকে কাজে লাগিয়ে আপনারা আপনার ব্লগ ওয়েবসাইটের কিওয়ার্ড ও মেটা ডিসক্রিপশন তৈরি করবেন কিভাবে করবেন নিচে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেওয়া হলো – Goto Blogger Dashboard > Fiend > Setting > Click Discription > Past All Keywoard তারপর আপনাকে নিচে Meta Discription বসাতে হবে। নিচের চিত্র অনুযায়ী দেখুন –