ব্লগার ওয়েবসাইটের জন্য কিভাবে ট্রাফিক বাড়াবেন ? আপনার ওয়েবসাইটে ট্রাফিক বাড়াবার নিয়ম ?

 ব্লগার ওয়েবসাইটের জন্য কিভাবে ট্রাফিক বাড়াবেন ? আপনার ওয়েবসাইটে ট্রাফিক বাড়াবার নিয়ম ?

ব্লগার ওয়েবসাইটে ট্রাফিক বাড়ানোর জন্য আপনাকে বেশ কিছু নিয়মকানুন মেনে চলতে হবে |এমনকি একজন আপনি যদি প্রফেশনাল ব্লগার হতে চান এবং ব্লগিং করে বেশ কিছু অর্থ উপার্জন করতে চান তাহলে আপনাকে ব্লগার ওয়েবসাইটটিকে সঠিকভাবে পরিচালনা করতে হবে কোথা থেকে আপনি হিউজ পরিমান ট্রাফিক অর্জন করবেন সেই ট্রাফিক গুলিকে কোথায় আপনারা নিয়ন্ত্রণ করবেন সমস্ত কিছু |

ট্রাফিক বাড়াবার জন্য বেশ কিছু নিয়মনীতি আপনাকে পালন করতে হবে এর মধ্যে রয়েছে আপনি আপনার ওয়েবসাইটটিকে প্রথমে SEO *(Search Engine Optimize) * করুন তারপর ব্লগারে যে সমস্ত সেটিংগুলি আছে সেগুলি আপনারা রেডি করে ফেলুন এভাবে আপনারা হয়তো গুগলের কাছে আপনার ওয়েবসাইটটি সম্পর্কে ইনফর্মেশন পাঠাতে পারবেন এটি আপনার মুখ্য কাজ ব্লগার ওয়েবসাইটে ট্রাফিক বাড়াবার জন্য

 Download Traffic

ব্লগার ওয়েবসাইটের জন্য কিভাবে ট্রাফিক বাড়াবেন ? 

আপনি যদি একজন প্রফেশনাল ব্লগার হতে চান তাহলে আপনাকে অবশ্যই আপনার ওয়েবসাইটের জন্য ট্রাফিক বাড়াবেন প্রসেসটি জানতে হবে তা না হলে আপনি কখনোই একজন সাকসেসফুল ব্লগার হতে পারবেন না এমনকি সেখান থেকে অর্থ উপার্জন করার কথা তো ভাবতেই পারবেন না | যাই হোক আজকের এই আর্টিকেলে আমরা আপনাকে এমন কিছু ধারণা দেব যেখান থেকে আপনারা আপনাদের ওয়েবসাইটটিকে রেংক করাতে পারবেন |

প্রথমে আলোচনা করা হোক আপনার ওয়েবসাইটের বেসিক সেটিং

  • আপনি প্রথমে আপনার ওয়েবসাইটটির Dashboard ওপেন করুন 
  • তারপর আপনাকে Setting Option টিকে ক্লিক করুন 
  • এখানে প্রথম আপনাকে Website টির Title & Description বসান 
  • এবার আপনি আপনার ওয়েবসাইটের জন্য Meta Tags (Enable) করুন 
  • এবার আপনাকে (Meta Tag- 150 শব্দের Description থেকে কিওয়ার্ড বেছেনিন |
  • এবার আপনি চলে যাবেন Crawlers and indexing এখানে আপনি Enable custom robots.txt (Enable) করবেন |

 

ব্লগার ওয়েবসাইটের জন্য কিভাবে Custom Robot.txt File তৈরি করবেন ?

ব্লগার ওয়েবসাইটে robot.txt ফাইলটিকে লাগাবার জন্য আপনাকে বেশ কিছু পন্থা অবলম্বন করতে হবে এর মধ্যে রয়েছে আপনার ওয়েবসাইটের সঠিক ইনফরমেশন যেগুলি Google Search Console দ্বারা আপনার ওয়েবসাইটে কোন উন্নতি এবং অবনতি পরিমাপ করে গুগলের কাছে তুলে ধরে যেগুলি আপনি Google search console যারা আপনার ওয়েবসাইট থেকে চেক করে নিতে পারেন | তাই প্রতিটি ওয়েবসাইট এর ক্ষেত্রে robot.txt ফাইলটিকে ওয়েবসাইটের সাথে যুক্ত করা বাঞ্ছনীয় | তাহলে হয়তো বোঝা গেল robot.txt ফাইলটি একটি ওয়েবসাইটের জন্য কত বড় ভূমিকা পালন করে

 

ব্লগার ওয়েবসাইটে robot.txt ফাইলটিকে আপনারা কোথা থেকে পাবেন ?

Robots.txt ফাইল টিকে আপনারা আমাদের নিচের দেওয়া বেশ কিছু স্টেপ ফলো করে তৈরি করে নিতে পারেন অথবা আমাদের এই পোস্টটিকে আপনার ওয়েবসাইটের লিংক এর সাথে যুক্ত করে নিতে পারেন তাহলেই আপনারা Robots.txt ফাইল তৈরি করে নিতে পারবেন

(User-agent: *

Disallow: /search

Allow: /

 

Sitemap: https://www.sarkarijobscenter.com/atom.xml?redirect=false&start-index=1&max-results=500 ) এই গ্রুপের মধ্যে যে অংশটি কে আপনি আপনার ওয়েবসাইটের সঙ্গে যুক্ত করুন কিভাবে উপরে বলা হয়েছে

অথবা আপনারা একটি সাইটে প্রবেশ করে সেখান থেকে আপনার ওয়েবসাইটের url বসিয়ে আপনাদের robot.txt file তৈরি করতে পারেন

ডিসকভার অ্যানাবেল করার জন্য আপনাকে কি করতে হবে ? ব্লগার ওয়েবসাইটের ডিসকভার কিভাবে এনেবেল করবেন ?

ব্লগার ওয়েবসাইটে আপনার যদি বেশি পরিমাণে তৈরি করতে চান সেগুলো সম্পন্ন Google দ্বারা অর্থাৎ সমস্ত ট্রাফিক থাকবে একদম অর্গানিক গুগলের সার্চ করে ভিজিটর আপনার ওয়েবসাইটে ভিজিট করবেন কিভাবে আপনি এই কাজটি করতে পারবেন তাই নিয়েই আজকের এই বিষয়বস্তু আলোচনা করতে চলেছি | আপনাকে অবশ্যই ফলো করবেন এই স্টেপে তাহলে আপনাদের ওয়েবসাইটটি গুগোল অ্যাডসেন্সে দ্রুত অ্যাপ্রভাল পাবেন এবং সেইসঙ্গে আপনার অর্থ উপার্জন হবে এবং আপনি দেখতে পারবেন আপনার ওয়েবসাইটে কত ট্রাফিক প্রতিদিন আসছে |

 

Discover Enable করার জন্য আপনাকে কি করতে হবে ?

ব্লগার ওয়েবসাইটে ক্ষেত্রে সবকিছু আপনাকে মেনুয়াল ভাবে করতে হয় যেমন ওয়ার্ডপ্রেস এর ক্ষেত্রে প্লাগিন সিস্টেম আছে আপনি চাইলে প্লাগিন ইন্সটল করবেন সেখান থেকে সমস্ত কিছু অটোমেটিকলি কাজ হবে কিন্তু এক্ষেত্রে সম্পূর্ণ আলাদা আপনাকে প্রথমে বেশকিছু ওয়েবসাইট সম্পর্কে ধারনা করেদি যার মাধ্যমে আপনারা এই কাজগুলো করতে পারবেন আপনি ওয়েব স্টরি (Web Story) লিখতে পারবেন এবার আলোচনার বিষয় হলো Web Story কি

ওয়েবস্টরে কি ? What is Web Story? 

           ওয়েব স্টরি হলো গুগলের শার্ট আপনারা যেমন ইউটিউবে ভিডিও দেখে থাকেন অথবা ফেসবুকে অনেকে শর্ট ভিডিও তৈরি করে তেমন গুগল আপনাকে একটি Web Story এর মাধ্যমে আপনার আর্টিকেল গুলোকে প্রমোট করে দেওয়ার ব্যবস্থা করেছে | আর এই ওয়েবসাইটে আপনি যত পরিমাণে স্টোরি তৈরি করবেন তার উপর আপনার ওয়েবসাইটটিকে অর্থাৎ আপনার ওয়েবসাইটটি কনটেন্টগুলো তাড়াতাড়ি ডিসকভার সাথে যুক্ত হয়ে যাবে বা ডিসকভারি চলে যাবে

ওয়েস্ট স্টরি তৈরি করার জন্য দুটো প্লাটফর্ম রয়েছে ব্লগার এর ক্ষেত্রে– 

  1. https://makestories.io/ আরেকটি হচ্ছে 
  2. https://visualstories.com/ এই দুটি প্ল্যাটফর্ম এর মাধ্যমে আপনারা আপনাদের ওয়েবসাইটে করতে পারবেন | আপনি যত বেশি ওয়েবস্টরে লিখবেন আপনার ওয়েবসাইট তত বেশি Rank করবে | তো আশা করি আপনারা অনেকেই বুঝতে পারলেন কিভাবে আপনাদের ওয়েবসাইটে দ্রুত ট্রাফিক তৈরি করতে পারবেন অর্গানিক ভাবে |

মোবাইল দিয়ে ওয়েব স্টরি কিভাবে বানাবেন ? 

মোবাইল দিয়ে যদি আপনারা ওয়েব স্টরি তৈরি করতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই নিচে দেওয়া বেশ কিছু স্টেপ ফলো করতে হবে 

প্রথম চিত্র অনুযায়ী – (আপনাকে প্রথমে https://visualstories.com/ এই লিঙ্কে প্রবেশ করতে হবে )

এবার এখানে আপনাকে বেশ কিছু স্টেপ কল করতে হবে ফরমটিকে সাবধানে পূরণ করবে  পূরণ করবেন

·        First Name & Last Name

·        User Name

·        Country

·       Work Email

·        Password

·   Confirm Password তারপর Sign Up করবেন


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top