বিহার পুলিশ সাব-ইন্সপেক্টর পদে রেজাল্ট প্রকাশিত হল | Bihar Police Sub Inspector Publish Result 2023
বিহার পুলিশ সাব-ইন্সপেক্টর পদে যে পরীক্ষা হয়েছিল তার রেজাল্ট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে আপনারা যদি এখানে আবেদন করে থাকেন এবং পরীক্ষা সম্পূর্ণভাবে সফল হওয়ার মতো যোগ্যতা রাখেন তবে অবশ্যই চেক করে নেবেন এই রেজাল্টটি তো কি করে চেক করবেন মেরিট কত গেছে আপনার নাম কি সেখানে উঠেছে? সমস্ত কিছু আমরা এখানে তুলে ধরছি।
আমরা কিন্তু পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেও পার্শ্ববর্তী রাজ্যগুলোতে অবশ্যই কম্পিটিটিভ পরীক্ষায় অংশগ্রহণ করে থাকি আপনারা যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তবে দেখবেন পশ্চিমবঙ্গ পুলিশ ও পশ্চিমবঙ্গের অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষায় বিহারের ছাত্ররাও কিন্তু পরীক্ষায় বসে থাকে এবং সফল হয়ে থাকে। ২০১৯ সালে আমরা দেখেছিলাম পশ্চিমবঙ্গে গ্রুপ ডি পরীক্ষায় বিহার থেকে বেশ কিছু পরীক্ষার্থীরা পশ্চিমবাংলায় এসে পরীক্ষা দিয়েছিল | তবে এবার নামটা হচ্ছে বিহার পুলিশের বিহার পরীক্ষায় অনেকেই কিন্তু সফল হয়ে থাকেন পশ্চিমবাংলা থেকে। তবে রেজাল্ট দেখার পদ্ধতি নিয়ে আলোচনা করব আজকের নিচের থেকে আপনারা দেখে নেবেন রেজাল্ট কি রয়েছে |
Bihar Police Sub Inspector Result 2023
দেখে নিন বিহার পুলিশ সাব-ইন্সপেক্টর পদে পরীক্ষার রেজাল্ট আপনারা কি এই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন বিহার পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট কি, কিভাবে সেই অফিশিয়াল ওয়েবসাইটের ভেতর থেকে আপনারা দেখতে পারবেন আপনাদের ফলাফল-
BPSSC Sub Inspector (Daroga) Result 2023
Examination Authority | Bihar Police Service Commission |
Post | Sub Inspector Daroga |
Vacancies | 1275 |
Exam Date | 17 December 2023 |
Bihar Police result publishing date | Comming Soon |
Official Website | bpssc.bih.nic.in |
State Concerned | Bihar |
বিহার পুলিশ সাব-ইন্সপেক্টর পদে কাট অফ মার্ক কত দিতে পারে
আপনার যদি বিহার পুলিশ পরীক্ষায় পরীক্ষার্থী হয়ে থাকেন তবে দেখে নিন আপনাদের কাট অফ মার্ক কত হতে পারে-
Category | Expected cut off mark |
---|---|
General | 90-85 |
OBC | 80-75 |
SC | 75-80 |
ST | 75-80 |
EWS | 80-85 |