পশ্চিমবঙ্গ পুলিশের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর
1.ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?
-
ওয়ারেন হেস্টিংস
-
লর্ড ক্যানিং
-
উইলিয়াম বেন্টিঙ্ক
-
রবার্ট ক্লাইভ
2. হিন্দু কলেজের নাম কবে থেকে প্রেসিডেন্সি কলেজ হন ?
A. 1817 সালে
B. 1837 সালে
C. 1855 সালে
D. 1837 সালে
3. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন ?
-
অ্যানি বেসান্ত
-
নলিনী দেবী
-
অরুনা আশরাফ আলী
-
সরোজিনী নাইডু
4. বক্সারের যুদ্ধের সময় ইংরেজ সেনাপতি কে ছিলেন ?
-
রবার্ট ক্লাইভ
-
হেক্টর মনুর
-
আলেকজান্ডার বার্নিশ
-
ওয়ারেন হেস্টিংস
5. ভারতের জাতীয় পতাকা কবে সাংবিধানিক সভায় গৃহীত হয় ?
A. 1846 সালের 9 ডিসেম্বর
B. 1947 সালের 22 শে জুলাই
C. 1947 সালের 15 ই আগস্ট
D. 1950 সালের 24 জানুয়ারি
6. হাইকোর্টের বিচারপতি পদত্যাগ করতে চাইলে তিনি পদত্যাগ পত্র কাকে জমা দেবেন ?
-
প্রধানমন্ত্রীকে
-
মুখ্যমন্ত্রীকে
-
সংশ্লিষ্ট রাজ্যের গভর্নরকে
-
রাষ্ট্রপতিকে
7. পূর্ণ স্বরাজ দিবস পালিত হয় ?
-
26 জানুয়ারি 1950 সালে
-
26 জানুয়ারি 1930 সালে
-
26 নভেম্বর 1947 সালে
-
26 অক্টোবর 1949 সালে
8. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ?
-
রাজা গোপালাচারী
-
লর্ড মাউন্টব্যাটেন
-
রাজেন্দ্র প্রসাদ
-
লর্ড ক্যানিং
9. নিচে কোন বইটি আধুনিক বাঙালি দেশপ্রেমের বাইবেল বলা হয় ?
-
গোরা
B. ঘরে বাইরে
C. পথের দাবী
D. আনন্দমঠ
10. বিক্রমাদিত্যের নবরত্ন সভার চিকিৎসক ছিলেন ?
A. কালিদাস
B. খনা
C. বরাহমিহির
D. ধন্বন্তরি
11. চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কে ?
-
লর্ড ক্লাইভ
-
লর্ড ওয়েলেসলি
-
লর্ড কর্নওয়ালিস
-
ওয়ারেন হেস্টিংস
12. রাজ তরঙ্গিনী বইটি লেখা হয়েছে__
A. গুপ্ত বংশ
B. মৌর্য বংশ
C. শুঙ্গ বংশ
D. কাশ্মীরের রাজাদের নিয়ে
13. নিচের কোন বিষয়টি কৃত্রিম শক্তির উৎস ?
A.কয়লা
B.কাঠ
C.বিদ্যুৎ
D.সূর্য
14. সবুজ গাছের মধ্যে দিয়ে লাল গোলাপকে দেখাযায়—-
A. কাল
B. সবুজ
C. গোলাপি
D. কোনোটিই নয়
15. এনজাইম হল —
-
কার্বোহাইড্রেট
-
প্রোটিন
-
ফ্যাট
-
কোনোটিই নয়
16. থাইল্যান্ডের মুদ্রাকে বলা হয় ?
-
পেসো
-
লিরা
-
বাইট
-
ডলার
17. কেন্দ্রীয় জল শক্তি গবেষণাগার কোথায় অবস্থিত ?
A. পুনাতে
B. লখনৌ তে
C. বেঙ্গালুরু
D. মালেগাঁও
18. ‘রঙ্গস্বামী কাপ’ কোন খেলার সঙ্গে যুক্ত ?
-
ক্রিকেট
-
হকি
-
ব্যাডমিন্টন
-
গোলফ
19. পরিবেশের চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে ?
A.হাইড্রোমিটার
B. অলটিমিটার
C. ব্যারোমিটার
D. হাইগ্রোমিটার
20. মানবদেহের সবচেয়ে ছোট হাড় কোনটি ?
A. পাটেলা
B. ফালাক্স
C. স্টেপিস
D. ক্লাভিক্যাল