জীবন বিজ্ঞান এর সিলেবাস | Life Sceince Syllabus 2024

 জীবন বিজ্ঞান এর সিলেবাস | Life Sceince Syllabus 2024


তো বন্ধুরা তোমরা যারা ২০২৪ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো জীবন বিজ্ঞান। এই জীবন বিজ্ঞানের সম্পূর্ণ সিলেবাস নিয়ে আজ আমরা আলোচনা করব তোমাদের সামনে। ২০২৪ সালের পরীক্ষার্থীদের জন্য সাজেশন ও বিভিন্ন শিক্ষামূলক আপডেট নিয়ে আমরা আলোচনা করব। খুব সহজেই 95 শতাংশ নম্বর পেতে আজ তোমরা তোমাদের  সিলেবাস ও তার গোপন কৌশল জেনে নেও। দেখো তোমাদের সিলেবাসে পাঁচটি অধ্যায় রয়েছে সেই পাঁচটি অধ্যায় গুলো হল যথাক্রমে, সম্পূর্ণ পাঠ্যসূচি –

               জীবন বিজ্ঞান ও পরিবেশ

                – দশম শ্রেণী-


 সম্পূর্ণ পাঠ্যসূচি –


১. জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়

২. জীবনের প্রবাহমানতা

৩. বংশগতি ও সাধারণ কয়েকটি জিনগত রোগ

৪.অভিব্যক্তি ও অভিযোজন

৫.পরিবেশ, তার সম্পদ ও তাদের সংরক্ষণ

প্রথম অধ্যায় :- জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়ে এখান থেকে তোমাদের কোন মূল টপিক  গুলো পড়তে হবে তা তোমরা জেনে নাও। মধ্যে পাঁচটি প্রথম টপিক ও পাঁচটি অনুচ্ছেদ রয়েছে যথাক্রমে

১.১ উদ্ভিদের সংবেদনশীলতা ও সাড়া প্রদান

১.২ উদ্ভিদ দেহের সারা প্রধান ও রাসায়নিক সমন্বয় হরমোন

১.৩ প্রাণীদেহের সাড়া প্রধান ও রাসায়নিক সমন্বয় -হরমোন

১.৪ অনিদের সারা প্রধান ও ভৌত সমন্বয় -স্নায়ুতন্ত্র

১.৫ প্রাণীদের সাড়া প্রদানের একটি প্রকার হিসাবে গমন


• দ্বিতীয় অধ্যায়:- জীবনের প্রবাহমানতা এই অধ্যায় তোমাদের চারটে মেন টপিক আছে। এই চারটে অধ্যায়ের  মধ্যে যদি তোমরা চারটে অধ্যায় খুব মনোযোগ সহকারে পড়ো তাহলে তোমাদের পরীক্ষার কমন খুব ভালোভাবে পাবে। তাহলে চলো দেখে নেওয়া যাক এই চারটি টপিকগুলি কি কি –

২.১. কোষ বিভাজন ও কোষ চক্র

২.২.জনন ( যৌন ও অযৌন জনন )

২.৩. সপুষ্পক উদ্ভিদের যৌন জনন

২.৪. বৃদ্ধি ও বিকাশ

 

• তৃতীয় অধ্যায় :- বংশগতি ও সাধারণ কয়েকটি জিনগত রোগ এই অধ্যায়ের মোট দুটি পরিচ্ছেদ রয়েছে –

৩.১. বংশগতি

৩.২. কয়েকটি সাধারণ জিন ঘটিত রোগ

• চতুর্থ অধ্যায় :-অভিব্যক্তি ও অভিযোজন এই অধ্যায়ের দুটো পরিচ্ছেদ রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ দুটি পরিচ্ছেদ রয়েছে। সেই দুটি পরিচ্ছেদ হল –

৪.১. অভিব্যক্তি

৪.২. বেঁচে থাকার জন্য কৌশল: অভিযোজন

• পঞ্চম অধ্যায়:- এটি হলো জীবন বিজ্ঞানের শেষ অধ্যায় পরিবেশ তার সম্পদ ও তাদের সংরক্ষণ অধ্যায়ের মোট চারটি পরিচ্ছেদ রয়েছে এই চারটি পরিচিতি খুব গুরুত্বপূর্ণ পরিচ্ছেদ সেগুলো হল –

৫.১. নাইট্রোজেন চক্র

৫.২. পরিবেশ দূষণ

৫.৩. পরিবেশ ও মানব জনসমষ্টি

৫.৪. জীব বৈচিত্র্য ও তার সংরক্ষণ

 তো বন্ধুরা এই ছিল তোমাদের জীবন বিজ্ঞানের  সম্পূর্ণ সিলেবাস এবং সিলেবাসের বিভিন্ন অধ্যায় ও তাদের পরিচ্ছেদ।


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top