Image credits: Instagram
শাহরুখ খান কন্যা সুহানা: বলিউড অভিনেতা শাহরুখ খান অন্যান্য স্টারকিডদের মতো, সুহানা খানের কন্যা প্রায়শই শিরোনামে থাকেন। বেশ কিছুদিন ধরেই বলিউডে অভিষেক নিয়ে আলোচনায় রয়েছেন সুহানা। জোয়া আখতারের দ্য আর্চিস চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক হতে চলেছে। এদিকে সুহানা চাষের জন্য জমি কিনেছেন বলে খবর পাওয়া গেছে।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, আলিবাগের থাল গ্রামে এই জমি নিয়েছেন সুহানা। জমির আয়তন ১.৫ একর বলে জানা গেছে। বলা হচ্ছে, দেড় একরের মধ্যে 2218 বর্গফুটে নির্মাণ কাজও হয়েছে। এ বিষয়ে সরকারিভাবে কোনো তথ্য না থাকলেও বলা হচ্ছে জমির দাম কোটি টাকা।
জমির দাম কত?
সুহানা চাষের জন্য যে দেড় একর জমি কিনেছেন তার দাম 12 কোটি 91 লাখ টাকা বলে জানা গেছে। গত ১ জুন এ জমির লেনদেন সংক্রান্ত রেজিস্ট্রেশনও হয়েছে বলে জানা গেছে। সুহানা 77 লাখ 46 হাজার টাকা স্ট্যাম্প ডিউটিও জমা দিয়েছেন। অঞ্জলি, রেখা ও প্রিয়া নামের তিন বোনের কাছ থেকে এই জমি কেনা হয়েছে। যদি রিপোর্ট বিশ্বাস করা হয় তবে শাহরুখ খানের ইতিমধ্যেই আলিবাগে একটি সম্পত্তি রয়েছে।