কিভাবে কাজ সার্টিফিকেটের জন্য আবেদন করবেন | How to Apply Cast Certificate Online
তো বন্ধুরা এই ডিজিটাল দুনিয়ায় যে পরিমাণে শিক্ষার হার বাড়তে চলেছে সেইদিকে লক্ষ্য করে শিক্ষার্থীদের জন্য বেশ কিছু সুযোগ সুবিধা সরকার থেকে প্রদান করছে যেমন- স্কলারশিপ ও বৃত্তিমূলক শিক্ষার্থীদের জন্য বেশ কিছু স্ট্রাইপের নিয়ে এসেছে রাজ্য ও কেন্দ্র সরকার যৌথ উদ্যোগে। তাই আপনারা যদি কোন কাস্ট ক্যাটাগরি থেকে বিলং করে থাকেন তবে অবশ্যই আপনাদেরকে আপনাদের কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট তৈরি করতে হবে তবেই আপনারা সরকার প্রদত্ত এই ধরনের সুযোগ সুবিধা গুলি উপভোগ করতে পারবেন।
রাজ্য সরকারের স্কলারশিপ গুলি কি কি ?
আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া সেই সমস্ত শ্রেণি বা বর্গের পরিবারের শিক্ষার্থীদের জন্য তাদের মেধা তালিকা কে সমর্থন করার জন্য রাজ্য সরকার বেশ কিছু স্কলারশিপ প্রদান করছে রাজ্যের মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের জন্য। যাতে তারা তাদের শিক্ষার আরো বিস্তার ঘটাতে সক্ষম হয়। কিছু স্কলারশিপ আছে আপনাদের শুধুমাত্র কাস্ট ক্যাটাগরীকে টার্গেট করে দেয়া হয়ে থাকি আবার কিছু আছে মেধাতালিকার উপর ভিত্তি করে স্কলারশিপ দেওয়া হয় – সেই সমস্ত স্কলারশিপ আলোচনা করা হলো –
- স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ (SVMCS)
- নবান্ন স্কলারশি
- পশ্চিমবঙ্গ পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ (OASIS)
- বিজ্ঞানী কন্যা মেধাভিত্তিক স্কলারশিপ (BKMBS)
- পশ্চিমবঙ্গ ফ্রি-শিপ স্কলারশিপ (WBFS)
- হিন্দি স্কলারশিপ প্রকল্প
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কি ?
- মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকে আপনাদেরকে 75% এর বেশি মার্কস অর্জন করতে হবে।
- পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে আপনাদেরকে
- আবেদনকারীর পারিবারিক আয় প্রতি বৎসর ২ লক্ষ টাকার নিম্নে থাকতে হবে।
- আবেদন করার জন্য আপনাদেরকে https://svmcm.wbhed.gov.in/ এই পোর্টালে লগইন করতে হবে।
- প্রতিবছর আপনাদেরকে ১২০০০ টাকা থেকে ৬০০০০ প্রদান করা হয়ে থাকে।
পশ্চিমবঙ্গ পোস্ট মেট্রিক স্কলেরশিপ কি ?
পশ্চিমবঙ্গ পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ এর যোগ্যতা কি ? OASIS স্কলারশিপের আবেদনের যোগ্যতা গুলি কি কি ?
- এই স্কলারশিপটি তে আবেদন করার জন্য আপনাদেরকে 50% নাম্বার থাকতে হবে
- আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট থাকতে হবে
- এক্ষেত্রেও আবেদনকারীর পরিবারিক বাৎসরিক আয় দুই লক্ষ টাকার নিম্নে থাকতে হবে
- এই পোর্টালের মাধ্যমে আবেদন করবেন http://oasis.gov.in/
- প্রতি বছর আপনাদেরকে 5000/- থেকে 14000/- টাকা বিনিয়োগ করা হয়
নবান্ন স্কলারশিপ কি ?
নবান্ন স্কলারশিপ আবেদনের যোগ্যতা গুলি কি কি ?
- এজন্য আপনাদেরকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে
- কমপক্ষে 60% নাম্বারের অধিক হলে আপনার এখানে আবেদন করতে পারবেন
- পারিবারিক বাৎসরিক আয় দুই লক্ষ টাকার বেশি হলে আবেদন করা যাবে না
- আবেদন করার পোর্টালগুলি https://wbcmo.gov.in/%C2%A0
- আপনাদেরকে আবেদন অফলাইনেই করতে হবে
- ঠিকানা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর তান তহবিল নবান্ন অফিস থেকে।
বিজ্ঞানী মেধাবৃত্তিক স্কলারশিপ কি ?
বিজ্ঞানী মেধা ভিত্তিক স্কলারশিপ এর আবেদনের যোগ্যতা গুলি কি কি ?
- ছাত্রীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গের যে কোন সরকারি কলেজে এডমিশন ধারণ করতে হবে ।
- ইঞ্জিনিয়ারিং ডাক্তারি বা যে সমস্ত বেসিক সাইন্স সাবজেক্ট নিয়ে BSC করতে পাস থাকতে হবে পড়তে হবে।
- পোর্টাল : https://jbnsts.ac.in/বকম্বফিন্দ্বয়ংভামে
পশ্চিমবঙ্গ ফ্রি-শিপ স্কলেরশিপ কি ?
পশ্চিমবঙ্গ ফ্রি-শিপ স্কলারশিপ আবেদনের যোগ্যতা কি ?
- আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে
- স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর মত অন্য স্কলারশিপ পেয়ে থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন না
- আবেদন করার জন্য আপনাদেরকে আপনাদের পারিবারিক আয় দু লক্ষ টাকার কম থাকতে হবে
- পোর্টাল : https://wbhed.gov.in/wbfs/
- মোট টিউশন ফ্রী ও কোর্স খরচ দেওয়া হয়
- আপনি যে জেলা থেকে আবেদন করছেন সেই জেলাটি কে নির্বাচন করুন
- এবার আপনাকে আপনার Sub-Division select করতে হবে .
- আপনি Block না মিউনিসিপালিটি এলাকায় থাকেন সেটা নির্বাচন করবেন।
- আপনি কোন শ্রেণীর অন্তর্গত সেটাকে নির্বাচন করবেন SC / ST / OBCName Fathers Name