কিভাবে কাজ সার্টিফিকেটের জন্য আবেদন করবেন | How to Apply Cast Certificate Online

কিভাবে কাজ সার্টিফিকেটের জন্য আবেদন করবেন  |  How to Apply Cast Certificate Online

তো বন্ধুরা এই ডিজিটাল দুনিয়ায় যে পরিমাণে শিক্ষার হার বাড়তে চলেছে সেইদিকে লক্ষ্য করে শিক্ষার্থীদের জন্য বেশ কিছু সুযোগ সুবিধা সরকার থেকে প্রদান করছে যেমন- স্কলারশিপ ও বৃত্তিমূলক শিক্ষার্থীদের জন্য বেশ কিছু স্ট্রাইপের নিয়ে এসেছে রাজ্য ও কেন্দ্র সরকার যৌথ উদ্যোগে। তাই আপনারা যদি কোন কাস্ট ক্যাটাগরি থেকে বিলং করে থাকেন তবে অবশ্যই আপনাদেরকে আপনাদের কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট তৈরি করতে হবে তবেই আপনারা সরকার প্রদত্ত এই ধরনের সুযোগ সুবিধা গুলি উপভোগ করতে পারবেন।

 রাজ্য সরকারের স্কলারশিপ গুলি কি কি ?

 আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া সেই সমস্ত শ্রেণি বা বর্গের পরিবারের শিক্ষার্থীদের জন্য তাদের মেধা তালিকা কে সমর্থন করার জন্য রাজ্য সরকার বেশ কিছু স্কলারশিপ প্রদান করছে রাজ্যের মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের জন্য। যাতে তারা তাদের শিক্ষার আরো বিস্তার ঘটাতে সক্ষম হয়। কিছু স্কলারশিপ আছে আপনাদের শুধুমাত্র কাস্ট ক্যাটাগরীকে টার্গেট করে দেয়া হয়ে থাকি আবার কিছু আছে মেধাতালিকার উপর ভিত্তি করে স্কলারশিপ দেওয়া হয় – সেই সমস্ত স্কলারশিপ আলোচনা করা হলো –

  1.  স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ (SVMCS)
  2.  নবান্ন স্কলারশি
  3.  পশ্চিমবঙ্গ পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ (OASIS)
  4.  বিজ্ঞানী কন্যা মেধাভিত্তিক স্কলারশিপ (BKMBS)
  5.  পশ্চিমবঙ্গ ফ্রি-শিপ স্কলারশিপ (WBFS)
  6.  হিন্দি স্কলারশিপ প্রকল্প
 এই সমস্ত স্কলারশিপ গুলি রাজ্য সরকারের উদ্যোগে রাজ্যের জনগণকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে এই প্রদান করে চলেছে স্কলারশিপ গুলি মেধাতালিকা ও কাস্ট সার্টিফিকেট অনুযায়ী আপনাদেরকে প্রদান করা হবে তো আপনারা কি এর যোগ্য বা কবে থেকে আবেদন করবেন কিভাবে আবেদন করবেন, কোথা থেকে আবেদন করবেন এবং এর যে সমস্ত ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলি বিস্তারিত ডিটেইলস এর সঙ্গে নিম্নে বিবৃত হইল –

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কি ?

 পশ্চিমবঙ্গ সরকারের প্রদত্ত স্কলারশিপ গুলির মধ্যে অন্যতম নাম স্বামী বিবেকানন্দ স্কলারশিপ “SVMCM” এই স্কলারশিপটি সম্পূর্ণ মেধাবৃত্তি স্কলারশিপ এই স্কলারশিপটির মেধা তালিকা অর্জন করার জন্য আপনাকে –
  •  মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকে আপনাদেরকে 75% এর বেশি মার্কস অর্জন করতে হবে।
  •  পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে আপনাদেরকে
  •  আবেদনকারীর পারিবারিক আয় প্রতি বৎসর ২ লক্ষ টাকার নিম্নে থাকতে হবে।
  •  আবেদন করার জন্য আপনাদেরকে https://svmcm.wbhed.gov.in/ এই পোর্টালে লগইন করতে হবে।
  •  প্রতিবছর আপনাদেরকে ১২০০০ টাকা থেকে ৬০০০০ প্রদান করা হয়ে থাকে।

পশ্চিমবঙ্গ পোস্ট মেট্রিক স্কলেরশিপ কি ?

 পশ্চিমবঙ্গ পোস্ট ম্যাট্রিক কলারশিপটি OASIS নামে খ্যাত। প্রতি বছর ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের সবথেকে অধিক পরিমাণে জে স্কলারশিপ বেশি পরিমাণে আবেদন করা হয় ও রাজ্য সরকার এই স্কলারশিপটিতে বেশি পরিমাণে অর্থ বিনিয়োগ করে থাকে SC/ST/OBC সাম্প্রদায়ের শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় বিকাশ ঘটাবার লক্ষ্যে এই স্কলারশিপ টি প্রদান করা হয়।

পশ্চিমবঙ্গ পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ এর যোগ্যতা কি ? OASIS স্কলারশিপের আবেদনের যোগ্যতা গুলি কি কি ?

 ওয়েসিস স্কলারশিপ আবেদন করবার জন্য আপনাকে যে সমস্ত যোগ্যতা অর্জন করতে হবে সেগুলি নিম্নে বিবৃতি করা হলো –
  •  এই স্কলারশিপটি তে আবেদন করার জন্য আপনাদেরকে 50% নাম্বার থাকতে হবে
  •  আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট থাকতে হবে
  •  এক্ষেত্রেও আবেদনকারীর পরিবারিক বাৎসরিক আয় দুই লক্ষ টাকার নিম্নে থাকতে হবে
  •  এই পোর্টালের মাধ্যমে আবেদন করবেন http://oasis.gov.in/
  •  প্রতি বছর আপনাদেরকে 5000/- থেকে 14000/- টাকা বিনিয়োগ করা হয়

 নবান্ন স্কলারশিপ কি ?

 এই স্কলারশিপ সরাসরি রাজ্য সরকার রাজ্যের জনগণের উন্নতি সাধনের লক্ষে প্রদান করে থাকে এই স্কলারশিপে আবেদনকারী যদি কোন বোর্ড পরীক্ষায় 45% নম্বর পেয়ে থাকে তবে তারা সরাসরি আপনাদের লোকাল ব্লগ ডিভিশনাল অফিস অর্থাৎ বিডিও অফিস থেকে আপনারা এই ফার্মটিকে সংগ্রহ করতে পারবেন এবং এটাকে সরাসরি রাজ্য সরকার অফিস নবান্ন তে গিয়ে আবেদন করতে পারবেন।

 নবান্ন স্কলারশিপ আবেদনের যোগ্যতা গুলি কি কি ?

 নবান্ন স্কলারশিপ যেটি রাজ্য সরকার প্রদান করে থাকে এই স্কলারশিপে আপনি যদি অন্তর্ভুক্ত হতে চান তাহলে আপনাকে যে সমস্ত যোগ্যতার প্রয়োজন হবে সেগুলি নিচে বিবৃতি করা হলো –
  •  এজন্য আপনাদেরকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে
  •  কমপক্ষে 60% নাম্বারের অধিক হলে আপনার এখানে আবেদন করতে পারবেন
  •  পারিবারিক বাৎসরিক আয় দুই লক্ষ টাকার বেশি হলে আবেদন করা যাবে না
  •  আবেদন করার পোর্টালগুলি https://wbcmo.gov.in/%C2%A0
  •  আপনাদেরকে আবেদন অফলাইনেই করতে হবে
  • ঠিকানা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর তান তহবিল নবান্ন অফিস থেকে।


বিজ্ঞানী মেধাবৃত্তিক স্কলারশিপ কি ?

 বিজ্ঞানী মেধা ভিত্তিক স্কলারশিপ এই স্কলারশিপ টি শুধুমাত্র কন্যা সন্তান বা মেয়েদের জন্য প্রদান করা হয়ে থাকে যে সমস্ত কন্যা সন্তান  মেয়েরা যদি উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চায় Higher Studies উচ্চ মাধ্যমিকের পর তারা যদি বিজ্ঞান থাকায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করতে চাই তাহলে তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এই স্কলারশিপটি জগদীশচন্দ্র বসু ন্যাশনাল ট্যালেন্ট সাইন্স অফ অথরিটি থেকে এই স্কলারশিপ টি প্রদান করা হয়ে থাকে।

বিজ্ঞানী মেধা ভিত্তিক স্কলারশিপ এর আবেদনের যোগ্যতা গুলি কি কি ?

 এই স্কলারশিপটি শুধু তারাই আবেদন করতে পারবে যে সমস্ত মেয়েরা বিজ্ঞান শাখায় স্নাতকোত্তর ডিগ্রি ধারণ করতে ইচ্ছুক উচ্চ মাধ্যমিকের পর যদি আপনারা এই স্কলারশিপটিতে আবেদন করবেন তবে করতে পারবেন।
  •  ছাত্রীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গের যে কোন সরকারি কলেজে এডমিশন ধারণ করতে হবে ।
  •  ইঞ্জিনিয়ারিং ডাক্তারি বা যে সমস্ত বেসিক সাইন্স সাবজেক্ট নিয়ে BSC করতে পাস থাকতে হবে পড়তে হবে।
  • পোর্টাল : https://jbnsts.ac.in/বকম্বফিন্দ্বয়ংভামে


পশ্চিমবঙ্গ ফ্রি-শিপ স্কলেরশিপ কি ?

WBFS রাজ্যের সরকারি ও বেসরকারি ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি বিভাগে যে সমস্ত শিক্ষার্থী রয়েছে তাদের বৃত্তিমূলক শিক্ষার জন্য এই স্কলারশিপটি প্রদান করা হয়।

 পশ্চিমবঙ্গ ফ্রি-শিপ স্কলারশিপ আবেদনের যোগ্যতা কি ?

 এই স্কলারশিপের মূল উদ্দেশ্য হলো পশ্চিমবঙ্গের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আইটিআই ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান করা। এই স্কলারশিপ আবেদনের যোগ্যতাগুলি নিচে উল্লেখ করা হলো –
  •  আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে
  •  স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর মত অন্য স্কলারশিপ পেয়ে থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন না
  •  আবেদন করার জন্য আপনাদেরকে আপনাদের পারিবারিক আয় দু লক্ষ টাকার কম থাকতে হবে
  • পোর্টাল : https://wbhed.gov.in/wbfs/
  •  মোট টিউশন ফ্রী ও কোর্স খরচ দেওয়া হয়
এই সমস্ত সরকারি স্কিম গুলি ও স্কলারশিপ পাবার জন্য ছাত্র-ছাত্রীকে অবশ্যই কিন্তু তাদের কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট অবলম্বন ধারণ করে রাখতে হবে তবেই কিন্তু আপনারা নিজের কাজ ক্যাটাগরির দ্বারাই আপনি এই ধরনের সুযোগ-সুবিধা গুলি পেয়ে যাবেন।

 কিভাবে কাস্ট সার্টিফিকেট এর জন্য আবেদন করবেন ? How to Apply Cast Certificate ?
 পশ্চিমবঙ্গে কাস্ট সার্টিফিকেট এর জন্য আবেদন করতে গেলে আপনাদেরকে প্রথমে অনলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে তারপরে অনলাইন দ্বারা যে সমস্ত কাগজ বা ফর্মগুলি আপনি পাবেন সেগুলিকে একসেপ্ট করে আপনারা আপনাদের লোকাল BDO অফিস থেকে একটি ফরম সংগ্রহ করবেন সেটাকে সম্পূর্ণ ফিলাপ করবেন তার সঙ্গে জবানবন্দি একটি কাগজ ও আপনার বংশপঞ্জি তালিকা বানিয়ে ফেলবেন সেই সঙ্গে আপনার বেশ কিছু ডকুমেন্টস আপনাকে জোগাড় করে রাখতে হবে।

 অনলাইনে কিভাবে কাস্ট সার্টিফিকেট আবেদন করবেন ?
 অনলাইনে কাস্ট সার্টিফিকেট আবেদন করতে গেলে আপনাদেরকে আপনাদের কি অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে যেখান থেকে কাস্ট সার্টিফিকেটের আবেদন করা যায় https://castcertificatewb.gov.in/application এই ওয়েবসাইটে ক্লিক করবেন আপনাদের দেখানো হচ্ছে
 প্রথম চিত্র অনুযায়ী দেখুন

  1.  আপনি যে জেলা থেকে আবেদন করছেন সেই জেলাটি কে নির্বাচন করুন
  • এবার আপনাকে আপনার Sub-Division select করতে হবে .
  • আপনি Block না মিউনিসিপালিটি এলাকায় থাকেন সেটা নির্বাচন করবেন।
  •  আপনি কোন শ্রেণীর অন্তর্গত সেটাকে নির্বাচন করবেন SC / ST / OBCName Fathers Name 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top