কিভাবে আপনার ওয়েবসাইটে ফেসবুক পেজকে এম্বেড করবেন ? কিভাবে ব্লগার ওয়েবসাইটে ফেসবুক পেজ যুক্ত করবেন ?
আজকের এই আর্টিকেলে আপনারা শিখতে পারবেন কিভাবে আপনার ওয়েবসাইটে ফেসবুক পেজ অ্যাড করবেন অথবা ফেসবুক পেজকে যুক্ত করবেন এটি একটি প্রফেশনাল লুক দেখাবে আপনার ওয়েবসাইটে এবং আপনার ওয়েবসাইটের ভিজিটর সহজেই আপনার ওয়েবসাইটের মাধ্যমে আপনার ফেসবুক পেজে ফলোইং করতে পারবে এর ফলে আপনার লেখা আর্টিকেল গুলো তাদের কাছে পৌঁছাতে আরও সহজ ও সরল হয়ে যাবে | তো কি করতে হবে বুঝতে পারলেন আপনারা এবার আপনাদের step-by-step সমস্ত কিছু ডিটেলস এর সহ জেনে নিতে হবে যাতে আপনাদের এই সমস্ত কাজ গুলি করতে সহজ হয়ে যায় অর্থাৎ আপনারা আপনাদের ফেসবুক পেজটি আপনাদের ওয়েবসাইটের সাথে যুক্ত করতে সক্ষম হন |
কিভাবে ব্লগার ওয়েবসাইটে ফেসবুক পেজ যুক্ত করবেন ?
আমরা অনেকেই ব্লগারে একটি ওয়েবসাইট তৈরি করি প্রথমে এবার অনেকে সেটাকে কাস্টম ডোমেইন ব্যবহার করে একটা প্রফেশনাল লুক দিয়ে আবার অনেকে হয়তো বিনা কাস্টমে কাজ করে যায় তো আজকে আপনারা এই আর্টিকেল থেকে জানতে পারবেন আপনাদের ওয়েবসাইটে একটা ফেসবুক পেজ যুক্ত করতে আপনাদের কি কি করণীয় হবে |
- এবার প্রথমে আপনি আপনার ব্লগার ওয়েবসাইট এড্রেস বোর্ডে চলে যাবেন সেখানে আপনি Layout অপশনটিতে ক্লিক করবেন |
- এবার এখানে আপনারা দেখতে পারবেন Ad a Gadget এর একটি অপশন সেখানে আপনি ক্লিক করবেন |
- এখানে আপনি দেখতে পারবেন Html/JavaScript লেখা একটি অপশন রয়েছে এখানে আপনাকে একটি কোড বসিয়ে দিতে হবে |
—নিচের চিত্র অনুযায়ী আপনি সম্পূর্ণ স্টেপ কমপ্লিট করে ফেলুন—
ব্লগারে ফেসবুক পেজ যুক্ত করতে হলে কি করতে হবে ?
- ব্লগারে ফেসবুক পেজ এমবিট করতে হলে আপনাকে প্রথমে https://developers.facebook.com/ এই লিংকে যেতে হবে সেখানে গিয়ে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে লগইন করে নেবেন |
- এবার আপনাকে সেই ফেসবুক পেজ থেকে বেছে নিতে হবে যেটার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটটির সাথে যুক্ত করবেন অথবা এমবেড করে আপনার ভিজিটর দের দেখাবেন |
এবার আপনি এখান থেকে একটি কোড পেয়ে যাবেন সেই কোডটি কপি করে আপনাকে ওই ব্লগারের Layout Section যেতে হবে সেখানে গিয়ে ওই কোডটি কে বসিয়ে দিতে হবে তাহলেই আপনার ফেসবুক পেজ আপনার ব্লগার ওয়েব সাইটে এম্বেড হয়ে যাবে একটি আর্টিকেল যেখানে আপনাকে সঠিক ইনফরমেশন দেয়া হলো কিভাবে আপনি আপনার ব্লগার ওয়েবসাইটে আপনার ফেসবুক পেজটিকে এম্বেড করবেন যদি ভালো লেগে থাকে কোন কিছু জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন আমি সময় পেলে অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে কমেন্টের রিপ্লাই দেবো |