কম্পিউটার কি ? কম্পিউটার কিভাবে কাজ করে ?

কম্পিউটার (Computer): বর্তমানে টেকনোলজিক যুগে সবচেয়ে বেশি ব্যবহৃত হজে ইলেক্ট্রনিক্স গেজেট যার মাধ্যমে আমরা সমস্ত ধরনের কাজই করে থাকি এবং সবচেয়ে বেশি চাহিদা পূর্ণ একটি মাধ্যম যা আমাদের নিত্য প্রয়োজনীয় কাজে লেগে থাকে। বর্তমানে মানুষ ইনফরমেশন টেকনোলজিও উপর নির্ভর হওয়ার ফলে কম্পিউটারের এবার দিনে দিনে বেড়ে চলেছে প্রতিটি স্কুল কলেজ অফিস আদালতে ডাটা কালেকশন করার জন্য কম্পিউটারকে ব্যবহার করা থাকে আগে এক সময় ছিল এই সমস্ত কাজগুলি মানুষ যারা করা হতো তবে টা ছিল খরচ এবং ব্যয়বহুল বর্তমানে এমন অনেক চাহিদা কমিয়ে দিয়েছে কম্পিউটার একটি কম্পিউটার দশজন মানুষের সমান কাজ করতে পারে।

কম্পিউটারে হার্ডডিক্সে ধরে রাখা ডাটাগুলি সুরক্ষিত এবং সংরক্ষিত হয়ে থাকে দিনের পর দিন এদিক থেকে বিচার করলে কম্পিউটার একটি অত্যাধুনিক ডিজিটাল ডায়েরি ও ডাটা সংরক্ষণে পারদর্শী এছাড়া এর বিশেষ ফিচারস গুলি অল্প সময় বেশি কাজ করতে সক্ষম হয়। তাই এই আর্টিকেলে কম্পিউটারের সমস্ত ফিচারস এবং কম্পিউটার কিভাবে কাজ করে সে সম্পর্কে আলোচনা করব আপনারা যদি এখনো কম্পিউটার সম্পর্কে অজানা থাকেন তাহলে আমার এই আর্টিগাটি সম্পন্ন করুন।

 কম্পিউটার কি ? What is Computer ?

 কম্পিউটার এমন একটি যন্ত্র যেখানে আপনারা দেখবেন ব্যবহারকারীর নির্দেশ অনুযায়ী গণিতিক গণনা দ্রুত কাজ করতে সক্ষম। কম্পিউটার শব্দটি এসেছে গ্রীক থেকে। কম্পিউটারেকে কথায় বলা হয় গাণিতিক যন্ত্র। কিন্তু কম্পিউটারকে এখন শুধু গাণিতিক যন্ত্র হিসেবে ব্যবহার করা হয় না তথ্য বিশ্লেষণ ও ডাটা কালেক্ট করতে এটিকে ব্যবহার করা হয়। ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে কম্পিউটার তৈরি করেন বঙ্গসন্তান সমরেন্দ্র কুমার মিত্র। বিজ্ঞানের এক যুগান্তকারী বিস্ময়ের নাম কম্পিউটার। এটি আমাদের জীবনে দিনের পর দিন নতুন দিগন্তের সন্ধান দিয়ে চলেছে।

সমরেন্দ্র কুমার মিত্রকে বলা হয় ভারতের সুপার কম্পিউটারের জনক ১৯১৬ সালে তার জন্ম হয়েছিল কলকাতায়। সমিরেন্দ্র কুমার মিত্রের মায়ের নাম ছিল লেডি সুধাহাহীন মিত্র এবং বাবা ছিলেন স্যার রুপেন্দ্র কুমার মিত্র যিনি গণিত এবং আইনের MSC Gold Medelist তার মানে সম্মানিত হয়েছিলেন এবং পরবর্তীকালে যিনি কলকাতা হাইকোর্টের বিচারপতির দায়িত্ব সামলে ছিলেন।

 বাঁদিকে সমরেন্দ্র কুমার মিত্র ডানদিকে তৎকালীন প্রধানমন্ত্রী জহরলাল নেহেরু

 কম্পিউটারের জনক কে ?

 কম্পিউটার তৈরির প্রথম ধারণা দেন চরলাস বাবেজ ১৮৩৩ সালে এনালাটিক্যাল ইঞ্জিন নামক একটি যান্ত্রিক কম্পিউটার তৈরি করার পরিকল্পনা গ্রহণ করেন এই বিজ্ঞানী। সেই যান্ত্রিক কম্পিউটারের নকশার ওপর ভিত্তি করেই আজকের দিনের এই আধুনিক কম্পিউটার গুলি তৈরি করা হয়। তাই চালাস বাবেজকে কম্পিউটারের জনক হিসেবে গণ্য করা হয় আজীবন।

পৃথিবীর প্রথম কম্পিউটারের নাম কি ?

সারাবিশ্বে প্রথম যে কম্পিউটারটি আবিষ্কৃত হয়েছিল সেই কম্পিউটারটির নাম হচ্ছে ENIAC এর কথার অর্থ (Electronic Numerical Intarogator and Computer) এই কম্পিউটারটি ছিল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর উপর কাজ করা প্রথম কম্পিউটার।

কম্পিউটার কিভাবে কাজ করে ?

Computer সাধারণত দুটি মাধ্যমের মধ্যে সমন্বয় সাধন করে থাকে এমন অনেক পারসপত্র আছে যেসব সম্পর্কে আপনার জানতেই হবে তবেই আপনারা কম্পিউটারের সমস্ত কার্যকলাপ সম্পর্কে বিস্তারিত ভাবে জানতে পারবেন সেই পারস্পরগুলো কিভাবে কাজ করে কোন ক্ষেত্রে ব্যবহার হয়-

হার্ডওয়্যার (Hardweare): কম্পিউটারে ব্যবহৃত সকল যন্ত্রাংশ এবং আকৃতি সম্পন্ন বিভিন্ন ডিভাইসগুলি যাক কম্পিউটারের ভিতর ইলেকট্রনিক্স প্রবাহের মাধ্যম হিসেবে কাজ করে তাকেই হার্ডওয়ার Hardweare বলা হয়। কম্পিউটারের সাথে যুক্ত এই হার্ডওয়ারকে আবার তিনটে ভাগে ভাগ করা হয় –

  1.  ইনপুট যন্ত্রপাতি : মাউস, কিবোর্ড, স্ক্যানার ডিস্ক, আর ড্রাইড, ডিজিটাল ক্যামেরা।
  2.  আউটপুট যন্ত্রপাতি : মনিটার প্রিন্টার ডিস্ক, হেডফোন প্রজেক্টর 
  3.  সিস্টেম ইউনিট : হার্ডডিক্স, মাদারবোর্ড,  Ram, ৱ্যাম, ইত্যাদি ডিভাইসগুলি।


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top