ইতিহাসে 25 টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
ইতিহাসে 25 টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ? WBP KP, ARMY, SSC Important Questions |
বন্ধুরা আজকে আমরা ইতিহাসের 25 টা গুরুত্বপূর্ণ সব প্রশ্নের উত্তর আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যা প্রতিবছর কোন না কোন কম্পিটিটিভ এক্সামে আসতে দেখা গেছে আপনারা যদি চান আমাদের সাথে যুক্ত হয়ে প্রতিদিন চাকরির পরীক্ষার প্রিপারেশন সেই সঙ্গে সমস্ত নোটস সাজেশন PDF পেতে তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল এর সাথে যুক্ত হতে পারবেন |
যারা Rail, WBP, PSC, SSC, MTS, SSC-GD, WP SI, আপনাদের টার্গেট রয়েছে তাদের জন্য সঠিক পথ প্রদর্শকের ভূমিকা অর্জন করাই আমাদের একমাত্র লক্ষ্য |
1➤ কলকাতায় কবে পাতাল রেল চালু হয়েছিল ?
ⓑ 1985 খ্রিস্টাব্দে
ⓒ 1986 খ্রিস্টাব্দে
ⓓ 1990 খ্রিস্টাব্দে
2➤ কলকাতার হাওড়া ব্রিজ কোন ধরনের ব্রিজ ?
ⓑ আর্ক ব্রিজ
ⓒ সাসপেনশন ব্রিজ
ⓓ ক্যান্টিলিভার ব্রিজ
3➤ শহীদ মিনার কার স্মৃতিস্তম্ভ ?
ⓑ সিধু ও কানুর
ⓒ বিনয় বাদল দীনেশ
ⓓ বাঘাযতীন
4➤ 38 তম প্যারালাল কোন দুটি দেশকে পৃথক করেছে ?
ⓑ ইরাক ও ইরান
ⓒ ইংল্যান্ড ও ফ্রান্স
ⓓ নামিবিয়া ও অ্যাঙ্গোলা
5➤ কলকাতা কর্পোরেশন কত সালে প্রতিষ্ঠিত হয় ?
ⓑ 1875 সালে
ⓒ 1888 সালে
ⓓ 1890 সালে
6➤ ফোর্ট উইলিয়াম দুর্গ কার দ্বারা নির্মিত ?
ⓑ রাজা দ্বিতীয় উইলিয়াম
ⓒ রাজা প্রথম চার্লস
ⓓ কোনোটিই নয়
7➤ লোভ কোন দেশের মুদ্রা ?
ⓑ সিরিয়া
ⓒ রাশিয়া
ⓓ ভিয়েতনাম
8➤ কার সমাধিস্থল “বীরভূমি” নামে পরিচিত ?
ⓑ রাজীব গান্ধী
ⓒ অটল বাজপাই
ⓓ জালাল নেহেরু
9➤ হায়দ্রাবাদের যমজ শহরটিকে কি নামে অভিহিত করা হয় ?
ⓑ ওয়ালতেয়ার
ⓒ সেকেন্দ্রাবাদ
ⓓ শ্রীকাকুলাম
10➤ চারমিনার কোন শহরে অবস্থিত ?
ⓑ সেকেন্দ্রাবাদ
ⓒ বেঙ্গালুরু
ⓓ বিজয়পুর
11➤ অজন্তা এবং ইলোরা গুহাচিত্র কোন প্রদেশে অবস্থিত ?
ⓑ মধ্যপ্রদেশ
ⓒ বিহার
ⓓ তিরুবন্তপুরম
12➤ কে লোকনায়ক হিসেবে পরিচিত ?
ⓑ বল্লভ ভাই প্যাটেল
ⓒ মহাত্মা গান্ধী
ⓓ জহরলাল নেহেরু
13➤ কে দিল্লিতে অশোকস্তম্ভ এনেছিল ?
ⓑ মুহাম্মদ বিন তুঘলক
ⓒ ফিরোজ শাহ তুঘলক
ⓓ মোহাম্মদ কাসিম
14➤ কোন সালে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল ?
ⓑ 1949 সালে
ⓒ 1950 সালে
ⓓ কোনোটিই নয়
15➤ . গৌতম বুদ্ধ প্রথম কোথায় তার ধর্ম প্রচার করেন ?
ⓑ লুম্বিনী
ⓒ বোধগয়া
ⓓ বৈশালী
16➤ সুভাষচন্দ্র বসু কত সালে জন্মগ্রহণ করেন ?
ⓑ 1879 সালে
ⓒ 1890 সালে
ⓓ 1897 সালে
17➤ মুহাম্মদ বিন তুঘলক এর নতুন রাজধানীর নামকারণ করেছিলেন—–
ⓑ তুঘলকাবাদ
ⓒ দৌলতাবাদ
ⓓ আগ্রা
18➤ মহাকবি কালিদাস নিম্নলিখিত কোন শাসকের সময়কালীন ছিলেন ?
ⓑ আকবর
ⓒ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
ⓓ অশোক
19➤ শেষ হিন্দু রাজা যিনি “হিন্দু স্বরাজ” স্থাপনে আংশিক সাফল্যলাভ করেছিল ?
ⓑ মহারানা প্রতাপ
ⓒ চন্দ্রগুপ্ত মৌর্য
ⓓ রানা সঙ্গ
20➤ সুভাষচন্দ্র বসু কোথায় স্বাধীন ভারত সরকার গঠন করেন ?
ⓑ টোকিও
ⓒ কলকাতা
ⓓ রেঙ্গুন
21➤ ইবন বতুতা কোন গ্রন্থটির রচয়িতা করেছিলেন ?
ⓑ কিতাব উল রেহেলা
ⓒ কিতাব উল মাদারিস
ⓓ সফরনামা
22➤ বুদ্ধচরিত কার রচনা ?
ⓑ অশোক
ⓒ নাগার্জুন
ⓓ অশ্বঘোষ
23➤ হুনদের সর্বপ্রথম পরাজিত করেছিলেন কে ?
ⓑ কুমার গুপ্ত
ⓒ প্রথম চন্দ্রগুপ্ত
ⓓ বিক্রমাদিত্য
24➤ রামচরিত এর রচয়িতা কে ?
ⓑ অনিরুদ্ধ
ⓒ সুভা করগুপ্ত
ⓓ জয়দেব
25➤ বৈদিক যুগে বৃষ্টির দেবতা কে ?
ⓑ মরুৎ
ⓒ সোম
ⓓ ইন্দ্র