ইতিহাসের 35 টি প্রশ্নউত্তর চাকরি প্রার্থীদের জন্য ?


সরকারি চাকরি প্রার্থীরা কোন কোন সাবজেক্টের উপর গুরুত্ব দিলে যেকোনো পরীক্ষায় সাফল্য অর্জন করতে পারে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট হলো ইতিহাস প্রতিটি পরীক্ষায় প্রশ্ন উত্তর বেশিরভাগ ক্ষেত্রে ইতিহাস থেকে আসে। আপনারা ইতিহাসটিকে যদি ভালোভাবে পড়ে থাকেন তবে ইতিহাসের দ্বারা যে প্রশ্ন উত্তরগুলি আপনারা পরীক্ষার হলে পেয়ে যাবেন সেগুলি আপনাকে সাফল্য অর্জন করতে সাহায্য করবে | আপনি যদি WBP, KP, SSB, CISF, ARMY, RAIL, SSC এই সমস্ত পরীক্ষাগুলি বস্তে চলেছেন তবে তার আগে আপনাকে প্রিপারেশন নিতে হবে। সেই পরীক্ষায় কোন কোন সাবজেক্ট গুলি থাকে তার সিলেবাস জানতে হবে এবং ইতিহাসের বেশ কিছু ইম্পোর্টেন্ট প্রশ্নগুলো আপনাকে যথেষ্ট ভাবে পর্যালোচনা করে রাখতে হবে যাতে আপনি সেই ধরনের প্রশ্নগুলি আসলে আপনি দ্রুত তার উত্তর দিয়ে সাফল্য অর্জন করতে পারেন |

1➤ ১৭৮৯ খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছিল-

ⓐ ফ্রান্সের পুরাতন্ত্র সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে অবনতি ঘটায়।
ⓑ ফরাসি জনতার রাজা ষোড়শ লুইয়ের পদত্যাগের দাবি জানান।
ⓒ ফরাসি জনতা দেশের অন্য রাষ্ট্রের হস্তক্ষেপের দাবি জানান
ⓓ No more

➤ ফ্রান্সের পুরাতন্ত্র সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে অবনতি ঘটায়।


2➤ ফরাসি রাজা দ্বিতীয় ১৭৫ বছর স্ট্যাটাস জেনারেল এর অধিবেশন ডাকেননি

ⓐ স্ট্যাটাস জেনারেলের অধিবেশনে দেশের স্বাস্থ্য বিরোধী কাজ হতো।
ⓑ রাজা নিজের নিরঙ্কুশ স্বৈরাচার চালিয়ে যেতে চেয়েছিলেন।
ⓒ No More
ⓓ স্টেটস জেনারেলের সদস্যরা অধিবেশনে হাজির থাকতেন না।

➤ স্টেটস জেনারেলের সদস্যরা অধিবেশনে হাজির থাকতেন না।


3➤ ফ্রান্সের যাজক অভিজাতরা সরকারকে কোন কর দিত না –

ⓐ দেশের সাধারণ মানুষ কর প্রদানের যাবতীয় দায়িত্ব নিয়েছিল।
ⓑ যাজক অভিজাত দের সম্পত্তি না থাকায় তারা কর প্রদান থেকে অব্যাহতি পেয়েছিল।
ⓒ যাজক ও অভিজাতকদের কাছ থেকে রাজা কর আদায়ের চেষ্টা করেননি।
ⓓ NO MORE

➤ যাজক ও অভিজাতকদের কাছ থেকে রাজা কর আদায়ের চেষ্টা করেননি।


4➤ ফরাসি যাজকদের হাতে প্রচুর সম্পত্তি সঞ্চিত হয়েছিল –

ⓐ গির্জার আয় ছাড়াও জাজকরা তৃতীয় শ্রেণীর কাজ থেকে ধর্মকর সহ বিভিন্ন কর আদায় করতো।
ⓑ জাজকরা ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে প্রচুর সম্পত্তির মালিক হয়েছিল.
ⓒ রাজা যাজকদের নিয়মিত সম্পত্তি প্রদান করতেন।
ⓓ No More

➤ গির্জার আয় ছাড়াও জাজকরা তৃতীয় শ্রেণীর কাজ থেকে ধর্মকর সহ বিভিন্ন কর আদায় করতো।


5➤ ফ্রান্সের নিম্ন যাজকরা উচ্চ যাজকদের ঘৃণা করতো-

ⓐ উচ্চ যাজকরা ছিল প্রথম এবং নিম্ন যাজকরা ছিল দ্বিতীয় শ্রেণীর।
ⓑ উচ্চ যাজকরা শহরে বসবাস করত।
ⓒ নিম্ন যাজকরা উচ্চ যাজকদের মতো সীমাহিন সুবিধা পেতেন না।
ⓓ No More

➤ নিম্ন যাজকরা উচ্চ যাজকদের মতো সীমাহিন সুবিধা পেতেন না।


6➤ ফরাসি জনতার বাস্তিল দুর্গের পতন ঘটিয়েছিল-

ⓐ বাস্তিল দুর্গ ছিল বিদেশীদের দুর্গ।
ⓑ বাস্তিল দুর্গ কোন ফরাসি আশ্রয় পেতে না।
ⓒ বাস্তিল দুর্গ ছিল ফরাসি রাজতন্ত্রের অত্যাচারের প্রতীক।
ⓓ No More

➤ বাস্তিল দুর্গ ছিল ফরাসি রাজতন্ত্রের অত্যাচারের প্রতীক।


7➤ ফ্রান্সের তৃতীয় সম্প্রদায়ের মানুষ অভিজাত দের ঘেন্না করত –

ⓐ অভিযাত্রা অন্যায়ভাবে বিশেষ অধিকার ভোগ করতো।
ⓑ অভিযাত্রা বিদেশীদের চড় ছিল।
ⓒ তৃতীয় সম্প্রদায়ের জনসংখ্যা বেশি ছিল।
ⓓ No More

➤ অভিযাত্রা অন্যায়ভাবে বিশেষ অধিকার ভোগ করতো।


8➤ ফ্রান্সের তৃতীয় শ্রেণীর নেতৃত্ব আসলে ছিল বুর্জোয়ারা –

ⓐ বুর্জোয়ারা সাঁকুলোৎদের প্রতিনিধি ছিল।
ⓑ বুর্জোয়ারা ছিল সম্পদশালী ও শিক্ষিত।
ⓒ রাজা বুর্জোয়াদের নেতৃত্বের আসনে বসিয়েছিলে
ⓓ No More

➤ বুর্জোয়ারা ছিল সম্পদশালী ও শিক্ষিত।


9➤ ফ্রান্সের তৃতীয় শ্রেণীর ওপর করের বিপুল বোঝা চাপিয়েছিল –

ⓐ যাজক ও অভিযাজত সম্প্রদায় সরকারকে কোন কোড দিত না।
ⓑ সেনাদের বেতন বৃদ্ধির ফলে করে পরিমাণবেড়েছিল
ⓒ যাজক ও অভিজাতকদের কর গুলি তৃতীয় শ্রেণীর পড়েছে পৃথক ছিল.
ⓓ No More

➤ যাজক ও অভিযাজত সম্প্রদায় সরকারকে কোন কোড দিত না।


10➤ অ্যাডাম স্মিথ ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলে অভিহিত করেছেন –

ⓐ বাণিজ্য ক্ষেত্রের ফ্রান্সের গৃহীত নীতি ভুল ছিল।
ⓑ শিল্পক্ষেত্রে ফ্রান্স পিছিয়ে পড়েছিল।
ⓒ ফ্রান্সে বৈষম্যমূলক পর ব্যবস্থা প্রচলিত ছিল।
ⓓ No More

➤ ফ্রান্সে বৈষম্যমূলক পর ব্যবস্থা প্রচলিত ছিল।


11➤ ফরাসি বিপ্লবের পশ্চাতে দার্শনিকদের বিশেষ ভূমিকা ছিল

ⓐ দার্শনিকরা বিপ্লবের কর্মপন্থা নির্ধারণ করে দিয়েছিল।
ⓑ দার্শনিকরা তাদের বক্তব্যের মাধ্যমে ফরাসিদের ভাবজগতে বিপ্লবের এনেছিলেন।
ⓒ দার্শনিকরা ফরাসি বিপ্লবের নেতৃত্ব দিয়েছিল
ⓓ No More

➤ দার্শনিকরা তাদের বক্তব্যের মাধ্যমে ফরাসিদের ভাবজগতে বিপ্লবের এনেছিলেন।


12➤ রুশোর সামাজিক চুক্তি গ্রন্থটি মানুষের চিন্তার জগতে বিপ্লব আনে-

ⓐ তার সামাজিক চুক্তি গ্রন্থের জনগণকে সর্বভৌম শক্তি হিসেবে তুলে ধরেন।
ⓑ . তুমি তো তার সামাজিক চুক্তি গুনতে বিপ্লবের ডাক দেন
ⓒ ফ্রান্সে বৈষম্যমূলক পর ব্যবস্থা প্রচলিত ছিল
ⓓ No More

➤ তার সামাজিক চুক্তি গ্রন্থের জনগণকে সর্বভৌম শক্তি হিসেবে তুলে ধরেন।


13➤ ফরাসি বিপ্লবের পশ্চাতে দার্শনিকদের বিশেষ ভূমিকা ছিল –

ⓐ দার্শনিকরা বিপ্লবের কর্মপন্থা নির্ধারণ করে দিয়েছিল।
ⓑ দার্শনিকরা তাদের বক্তব্যের মাধ্যমে ফরাসিদের ভাবজগতে বিপ্লবের এনেছিলেন।
ⓒ দার্শনিকরা ফরাসি বিপ্লবের নেতৃত্ব দিয়েছিল
ⓓ No More

➤ দার্শনিকরা তাদের বক্তব্যের মাধ্যমে ফরাসিদের ভাবজগতে বিপ্লবের এনেছিলেন।


14➤ ফরাসি বিপ্লবের ক্ষেত্রে প্রথম বিপ্লব শুরু করেছিলেন অভিজাতরা-

ⓐ অভিযাত্রা ফ্রান্সের সামাজিক বৈষম্যের তীব্র বিরুদ্ধে ছিল
ⓑ রাজা অভিজাতদের ওপর করারোপ বললে তারা বিদ্রোহী হয়-
ⓒ রাজা ও অভিযাত্রার পরস্পরে বিরোধী নীতির সমর্থক ছিল।
ⓓ No More

➤ রাজা অভিজাতদের ওপর করারোপ বললে তারা বিদ্রোহী হয়-


15➤ ফরাসি রাজা ষোড়শ লুই 1789 খ্রিস্টাব্দে জাতীয় সভার ও অধিবেশন ডাকেন-

ⓐ ষোড়শ লুই অর্থনৈতিক সংকট থেকে মুক্তিলাভের উদ্দেশ্যে জাতীয় সভার অধিবেশন ডাকেন।
ⓑ ষোড়শ লুই তৃতীয় শ্রেণীর চাপে জাতীয় সভার অধিবেশন ডাকতে বাধ্য হন।
ⓒ বাণিজ্য নীতি স্থির করার উদ্দেশ্যে ষোড়শ দুই জাতীয় সভার অধিবেশন ডাকেন
ⓓ No More

➤ ষোড়শ লুই অর্থনৈতিক সংকট থেকে মুক্তিলাভের উদ্দেশ্যে জাতীয় সভার অধিবেশন ডাকেন।


16➤ ফ্রান্সের তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা টেনিস কোর্টের শপথ গ্রহণ করে –

ⓐ তৃতীয় সম্প্রদায় অভিজাতদের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায়।
ⓑ তৃতীয় শ্রেণীর সাঁকুলোৎদের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানাই।
ⓒ তারা ফ্রান্সের জন্য একটি নতুন সংবিধান রচনা করতে চায়।
ⓓ No More

➤ তারা ফ্রান্সের জন্য একটি নতুন সংবিধান রচনা করতে চায়।


17➤ ফরাসি বিপ্লবকালে গ্রামে মহাতঙ্ক ছড়িয়ে পড়ে –

ⓐ এ সময় গুজব রটে যায় যে, অভিজাত্যের ভারতে গুন্ডা ও সেনাবাহিনী কৃষকদের আক্রমণ করতে আসছে।
ⓑ বিপ্লবের ফলে গ্রামে খাদ্যাবাস দেখা দেয়।
ⓒ বিপ্লব কালে গ্রামে মহামারী দেখা দেয়
ⓓ No More

➤ এ সময় গুজব রটে যায় যে, অভিজাত্যের ভারতে গুন্ডা ও সেনাবাহিনী কৃষকদের আক্রমণ করতে আসছে।


18➤ সংবিধান সভা ১৭৮৯ খ্রিস্টাব্দে চারই আগস্ট সমান্ততন্ত্রের অবসান ঘটায়-

ⓐ সবার রাজতন্ত্রের অবসান ঘটাতে উদ্যোগী হয়।
ⓑ সভা ভূমিদাস প্রথা, করভি, টাইদ প্রভৃতি বিলুপ্তি চায়।
ⓒ সবার সামন্ত প্রভুদের ক্ষমতা কমিয়ে অভিজাতদের ক্ষমতা বৃদ্ধি করাতে চায়।
ⓓ No More

➤ সভা ভূমিদাস প্রথা, করভি, টাইদ প্রভৃতি বিলুপ্তি চায়।


19➤ ফরাসি সংবিধান সভা ব্যক্তি ও নাগরিকদের অধিকারপত্র ঘোষণা করে –

ⓐ সংবিধান সভা সকল নাগরিকদের ভোটাধিকারদেয়।
ⓑ সংবিধান সবার দেশের নাগরিকদের সক্রিয় ও নিষ্ক্রিয় দুই ভাগে বিভক্ত করে।
ⓒ সংবিধান সভার রাষ্ট্রকে গির্জার অধীনে আনা।
ⓓ No More

➤ সংবিধান সবার দেশের নাগরিকদের সক্রিয় ও নিষ্ক্রিয় দুই ভাগে বিভক্ত করে।


20➤ ১৭৯১ খ্রিস্টাব্দে মাঝামাঝি ফরাসি বিপ্লব তীব্রতর হয় –

ⓐ রাজা তৃতীয় শ্রেণীর প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসলেও তা বৃথা যায়।
ⓑ রাজা দেশে অতিরিক্ত সেনাবাহিনী মোতায়েন করেন।
ⓒ এ সময় ফরাসি রাজা বিদেশী সহযোগিতা আনায়নের জন্যে পালানোর চেষ্টা করে
ⓓ No More

➤ এ সময় ফরাসি রাজা বিদেশী সহযোগিতা আনায়নের জন্যে পালানোর চেষ্টা করে


21➤ নেপোলিয়ন ডাইরেক্টরির শাসনের অবসান ঘটান-

ⓐ শাসন ছিল ডা ইরেক্টরেরদুর্বল ও দুর্নীতিগ্রস্ত।
ⓑ ডাইরেক্টরের শাসন বিপ্লবের বিরোধী ছিল।
ⓒ ডাইরেক্টরের শাসকরা নেপোলিয়নের শত্রু ছিল।
ⓓ No More

➤ শাসন ছিল ডা ইরেক্টরেরদুর্বল ও দুর্নীতিগ্রস্ত।


22➤ নেপোলিয়ন ফ্রান্সে কনসুলেটের শাসন চালুকরেন-

ⓐ নেপোলিয়ন ফ্রান্সের বিপ্লব আনার চেষ্টা করেন।
ⓑ নেপোলিয়ন ফ্রান্সে একাধিক অর্থ প্রতিষ্ঠার চেষ্টা করেন।
ⓒ নেপোলিয়ন দেশে নতুন চিন্তাধারা প্রসারের চেষ্টা করেন।
ⓓ No More

➤ নেপোলিয়ন ফ্রান্সে একাধিক অর্থ প্রতিষ্ঠার চেষ্টা করেন।


23➤ নেপোলিয়ন ১৮০৪ খ্রিস্টাব্দে সম্রাট উপাধি গ্রহণ করেন –

ⓐ সম্রাট উপাধি গ্রহণের মাধ্যমে নেপোলিয়নের প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন।
ⓑ উপাধি গ্রহণের ফলে ফ্রান্সে বিপ্লব অগ্রগতি ঘটে।
ⓒ সম্রাট উপাধি গ্রহণ বিপ্লবের বিরোধী ছিল
ⓓ No More

➤ সম্রাট উপাধি গ্রহণ বিপ্লবের বিরোধী ছিল


24➤ ইতালি ও জার্মানির কাছে নেপোলিয়ন ছিলেন মুক্তির দূত-

ⓐ নেপোলিয়নের অস্ট্রিয়াল শাসন থেকে ইটালি ও জার্মানিকে মুক্ত করেছিলেন।
ⓑ নেপোলিয়ন ইতালি ও জার্মানির জেল থেকে বন্দিদের মুক্ত করেছিলেন।
ⓒ নেপোলিয়ন ইতালীয় জার্মানির দখল করেছিল।
ⓓ No More

➤ নেপোলিয়নের অস্ট্রিয়াল শাসন থেকে ইটালি ও জার্মানিকে মুক্ত করেছিলেন।


25➤ অস্ট্রেলিয়া ফ্রান্সের সঙ্গে প্রেসবার্গের সন্ধি স্বাক্ষর করে-

ⓐ অস্ট্রিয়ার জেনার যুদ্ধে ফ্রান্সের কাছে পরাজিত হয়।
ⓑ অস্ট্রিয়া আওয়ারস্টার্টের যুদ্ধে ফ্রান্সের কাছে পরাজিত হন।
ⓒ অস্ট্রিয়া অষ্টারলিজের যুদ্ধে ফ্রান্স এর কাছে পরাজিত হয়
ⓓ No More

➤ অস্ট্রিয়া অষ্টারলিজের যুদ্ধে ফ্রান্স এর কাছে পরাজিত হয়


26➤ নেপোলিয়ন ১৮০৪ খ্রিস্টাব্দের কোড নেপোলিয়ন নামক এক আইন সংহিতার প্রবর্তন করেন –

ⓐ নেপোলিয়ন ফরাসীদের শায়েস্তা করতে চেয়েছিলেন।
ⓑ নেপোলিয়ন ফ্রান্সে সুশাসন প্রবর্তন করতে চেয়েছিলেন।
ⓒ নেপোলিয়ন সম্রাট হিসেবে নিজের যোগ্যতার পরিচয় দিতে চেয়েছিলেন
ⓓ No More

➤ নেপোলিয়ন ফ্রান্সে সুশাসন প্রবর্তন করতে চেয়েছিলেন।


27➤ অস্ট্রেলিয়া ফ্রান্সের সঙ্গে প্রেসবার্গের সন্ধি স্বাক্ষর করে-

ⓐ অস্ট্রিয়ার জেনার যুদ্ধে ফ্রান্সের কাছে পরাজিত হয়।
ⓑ অস্ট্রিয়া আওয়ারস্টার্টের যুদ্ধে ফ্রান্সের কাছে পরাজিত হন।
ⓒ অস্ট্রিয়া অষ্টারলিজের যুদ্ধে ফ্রান্স এর কাছে পরাজিত হয়
ⓓ No More

➤ অস্ট্রিয়া অষ্টারলিজের যুদ্ধে ফ্রান্স এর কাছে পরাজিত হয়


28➤ নেপোলিয়ন ১৮০৪ খ্রিস্টাব্দের কোড নেপোলিয়ন নামক এক আইন সংহিতার প্রবর্তন করেন –

ⓐ নেপোলিয়ন ফরাসীদের শায়েস্তা করতে চেয়েছিলেন।
ⓑ নেপোলিয়ন ফ্রান্সে সুশাসন প্রবর্তন করতে চেয়েছিলেন।
ⓒ নেপোলিয়ন সম্রাট হিসেবে নিজের যোগ্যতার পরিচয় দিতে চেয়েছিলেন
ⓓ No More

➤ নেপোলিয়ন ফ্রান্সে সুশাসন প্রবর্তন করতে চেয়েছিলেন।


29➤ রুশ যার প্রথম আলেকজান্ডার নেপোলিয়নের সঙ্গের টিলসিটের সন্ধি স্বাক্ষর করেন –

ⓐ রাশিয়া অন্টারলিদৎজের যুদ্ধের প্রান্তের কাছে পরাজিত হয়।
ⓑ রাশিয়া ফ্রিডল্যান্ডের যুদ্ধের ফ্রান্সের কাছে পরাজিত হয়।
ⓒ রাশিয়া উপসর্গীয় যুদ্ধের ফ্রান্সের কাছে পরাজিত হয়।
ⓓ No More

➤ রাশিয়া ফ্রিডল্যান্ডের যুদ্ধের ফ্রান্সের কাছে পরাজিত হয়।


30➤ নেপোলিয়ন ১৮০১ খ্রিস্টাব্দে পোপ সপ্তম পায়াসের সঙ্গে ধর্ম মীমাংসার চুক্তি স্বাক্ষর করে –

ⓐ নেপোলিয়ন এর সঙ্গে সমস্ত বিরোধ নিষ্পত্তির চেষ্টা করেছিলেন।
ⓑ নেপোলিয়ান দেশ শাসনের জন্য পোপ-এর সাহায্য চেয়েছিল।
ⓒ নেপোলিয়ন শাসন পরিচালনার জন্য পক্ষে নিযুক্ত করতে চেয়েছিলেন।
ⓓ No More

➤ নেপোলিয়ন এর সঙ্গে সমস্ত বিরোধ নিষ্পত্তির চেষ্টা করেছিলেন।


31➤ নেপোলিয়ন ৩০০ টি জার্মান রাজ্য ভেঙে ২৯ টি রাজ্য গঠন করেন –

ⓐ নেপোলিয়ন জার্মানিতে সুশাসন প্রবর্তনের চেষ্টা করেন।
ⓑ নেপোলিয়ন জার্মানিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন।
ⓒ নেপোলিয়ন জার্মানির প্রশাসন ভাঙ্গার পরিকল্পনা করেন।
ⓓ No More

➤ নেপোলিয়ন জার্মানিতে সুশাসন প্রবর্তনের চেষ্টা করেন।


32➤ নেপোলিয়ন ইংল্যান্ড এর বিরুদ্ধে মহাদেশীয় অবরোধ ঘোষণা করেন –

ⓐ নেপোলিয়ন মহাদেশীয় ভূখণ্ডে ইংল্যান্ডের প্রভাব সহ করতে পারেনি।
ⓑ নেপোলিয়ন যুদ্ধে ইংল্যান্ড কে ধ্বংস করতে পারেনি।
ⓒ মহাদেশীয় রাষ্ট্রগুলি নেপোলিয়নকে ইংল্যান্ডের বিরুদ্ধে ক্ষিপ্ত করে।
ⓓ No More

➤ নেপোলিয়ন যুদ্ধে ইংল্যান্ড কে ধ্বংস করতে পারেনি।


33➤ নেপোলিয়ন ইউরোপের প্রায় সব শক্তিকে প্রধানত করতে সক্ষম হলেও ইংল্যান্ড কে প্রধানত করতে তিনি ব্যর্থ হন –

ⓐ নেপোলিয়নের নৌবাহিনী ইংল্যান্ডের তুলনায় দুর্বল ছিল।
ⓑ নেপোলিয়ান ইংল্যান্ড কে তুচ্ছ মনে করছিল। নেপোলিয়নের সেনাবাহিনীতে প্রচুর ইংরেজ সৈন্য ছিল
ⓒ নেপোলিয়নের সেনাবাহিনীতে প্রচুর ইংরেজ সৈন্য ছিল।
ⓓ No More

➤ নেপোলিয়নের নৌবাহিনী ইংল্যান্ডের তুলনায় দুর্বল ছিল।


34➤ নেপোলিয়ান বার্লিন ডিক্রি জারি করে-

ⓐ নেপোলিয়ন মহাদেশীয় ভূখণ্ডে ইংল্যান্ডের পণ্য প্রবেশ বন্ধ করতে চেয়েছিলেন।
ⓑ নেপোলিয়ন ফরাসি পণ্যক বিদেশে পাঠাতে চেয়েছিলেন।
ⓒ নেপোলিয়ন প্রশাসনের অগ্রগতি ঘটাতেচেয়েছিলেন।
ⓓ No More

➤ নেপোলিয়ন মহাদেশীয় ভূখণ্ডে ইংল্যান্ডের পণ্য প্রবেশ বন্ধ করতে চেয়েছিলেন।


35➤ মহাদেশীয় অবরোধ ঘোষণা নেপোলিয়নের ক্ষতি করে

ⓐ ইংল্যান্ডের পণ্য না পেয়ে ফরাসিরা ক্ষুব্ধ হয়।
ⓑ ফরাসি পণ্য ইংল্যান্ডে প্রবেশ করতে ব্যর্থ হয়।
ⓒ নেপোলিয়ন বিভিন্ন দেশে বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়েন।
ⓓ No More

➤ নেপোলিয়ন বিভিন্ন দেশে বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়েন।


36➤ নেপোলিয়ন মহাদেশীয় অবরোধ ঘোষণা করেন –

ⓐ নেপোলিয়ন ইংল্যান্ডের অর্থনীতি ধ্বংস করতে চেয়েছিলেন।
ⓑ নেপোলিয়ান ইংল্যান্ডের নৌশক্তি ধ্বংস করতে চেয়েছিলেন।
ⓒ নেপোলিয়ন ইংল্যান্ডের সাম্রাজ্যের সম্প্রসারন।
ⓓ No More

➤ নেপোলিয়ন ইংল্যান্ডের অর্থনীতি ধ্বংস করতে চেয়েছিলেন।


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top