ইতিহাসের 30 টি বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ?

 

ইতিহাসের 30 টি বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
?

ezgif-com-gif-maker-36

 

তো বন্ধুরা প্রতিদিনের মত আজকেও চলে এসেছি তোমাদের সঙ্গে স্টাডি সংক্রান্ত
কিছু প্রশ্নের উত্তর নিয়ে যেগুলি তোমাদের প্রতি বছরে কোনো না কোনো পরীক্ষায় এসে গেছে
সেই প্রশ্নের উত্তরগুলো আজকে তোমাদের সঙ্গে আলোচনা করার জন্য আজকের এই আর্টিকেলটি লিখতে
চলেছি | এখানে আপনারা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স ও জেনারেল নলেজ ইতিহাসের বেশ
কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করবো আমাদের এই আর্টিকেলে তো আপনারা
যারা আমাদের আর্টিকেলটির আমাদের ওয়েবসাইটটি প্রতিদিন ভিজিট করেন তাহলে আপনার অবশ্যই
আমাদের টেলিগ্রাম চ্যানেল নিযুক্ত হবেন যাতে আমরা আপনাদের সেই সংক্রান্ত প্রশ্ন উত্তর
অথবা নোটস সবার আগে আপনার কাছে পৌঁছে দিতে পারি |

 

Telegram

 Facebook

 Join

 Join

১) হর্ষবর্ধনের রাজত্বের সমসাময়িক বাংলার
রাজা কে ছিলেন ?

Ans- শশাঙ্ক।

২) কার আসল নাম বিষ্ণুগুপ্ত ?

Ans- কৌটিল্য ।

৩) কোন সুলতান নিজেকে ‘ঈশ্বরের প্রতিনিধি’
আখ্যা দিয়েছিলেন ?

Ans- বলবন।

৪)কত সালে 
রাখালদাস বন্দ্যোপাধ্যায় লারকানা জেলা থেকে মহেঞ্জোদাড়ো সভ্যতার নিদর্শন আবিষ্কার
করেছিলেন ?

Ans- ১৯২২ খ্রিঃ

৫) ‘সন্ধ্যা’ পত্রিকার সম্পাদককে ছিলেন?

Ans-ব্রহ্মবান্ধব উপাধ্যায়।

৬) কে ‘liberator of the press’ নামে
পরিচিত ছিলেন?

Ans- মেটকাফে।

৭) ভারতের চার কোণে চারটি মঠ কেপ্রতিষ্ঠা করেন?

 Ans-
শংকরাচার্য

৮) ‘পাকিস্থান’ এই নামটি কে উদ্ভাবন করেছিলেন?

Ans-  চৌধুরী
রহমত আলি।

৯) কার রাজত্বকালে বৌদ্ধধর্ম রাষ্ট্রীয়
ধর্ম হিসাবে প্রাধান্য পেয়েছিল?

Ans-  অশোক।

১০) কার রাজত্বকালে কৈবর্ত বিদ্রোহ হয়?

Ans-  দ্বিতীয় মহীপাল।

১১) আরবরা কত সালে সিন্ধু বিজয় করেছিলেন
?

Ans- ৭১২ সালে।

১২) কাকে ভারতের ‘মেকিয়াভেলি’ বলা হয়?

Ans- নানা ফড়নবীশ।

১৩) নীলদর্পণ এর ইংরেজি অনুবাদ কে করেছিলেন
?

Ans- মধুসূদন দত্ত 

১৪) বম্বেতে মুকুটহীন রাজা কাকে বলা হত?

Ans-  ফিরোজশাহ
মেহেতা

১৫) জাবতি প্রথা কে চালু করেন ?

Ans- জালাল-উদ্দিন  মহম্মদ আকবর।

১৬) মহাত্মা গান্ধি কত সালে দক্ষিণ আফ্রিকা
থেকে ভারতে আসেন ?

Ans- ১৯১৫ সালে ৯ জানুয়ারী ।

১৭) ভারতের প্রাচীনতম সভ্যতা হল কোনটি
?

Ans- মেহেরগড় সভ্যতা । আবিষ্কার  করেছিলেন 
জে. এফ. জ্যারেজ

১৮) সিন্ধু সভ্যতার মানুষের প্রধান খাদ্যশস্য
ছিল?

Ans- গম ও বার্লি ।

 ১৯) বৈদিক
যুগে ব্যবহৃত দুটি মুদ্রার নাম ?

Ans-  মনা
ও নিষ্ক

২০) বুদ্ধ শেষ উপদেশ কাদের  দিয়েছিলেন ?

Ans-  শুভদ্রা নামে সন্ন্যাসিনীকে এবং তার প্রিয় শিষ্য
ছিলেন আনন্দ।

২১) মহেন্দ্রাদিত্য উপাধি নেন কোন গুপ্ত সম্রাট ?

Ans-  প্রথম কুমারগুপ্ত

২২) কোন বৌদ্ধ গ্রন্থে  ভিক্ষুদের জন্য বিধান ও সঙ্ঘ পরিচালনার জন্য নিয়মসমূহ
পাওয়া যায় ?

Ans- বিনয় পিটকে

 ২৩) জৈন ধর্মের ত্রিরত্ন হল ?

Ans- সৎ বিশ্বাস, সৎ জ্ঞান ও সৎ আচরণ।

২৪) দিগম্বর সম্প্রদায়ের প্রবর্তক হলেন ?

Ans- ভদ্রবাহু

২৫) বৃজির রাজধানী ছিল ?

Ans- বৈশালী

২৬) কত খ্রিঃ জেমস্ প্রিন্সেপ অশোকের ব্রাহ্মলিপির
পাঠোদ্ধার করেছিলেন ?

Ans- ১৮৩৭

২৭) কে উত্তর ভারতের ঐতিহাসিক রাজা নামে পরিচিত ছিলেন
?

Ans- মহাপদ্ম নন্দ

২৮) ২৬১ খ্রিঃ পূঃ কলিঙ্গ যুদ্ধ হয়েছিল, যার বর্ণনা
পাওয়া যায় অশোকের কোন শিলালিপি থেকে ?

Ans- ত্রয়োদশ

২৯) কাকে হুন আক্রমণের প্রতিরোধকারী বা ভারতের রক্ষাকর্তা
বলা হয়?

Ans- স্কন্দগুপ্তকে

৩০)কত  খ্রিঃ
দয়ারাম সাহানী মন্টগোমারী জেলা থেকে হরপ্পা সভ্যতার নিদর্শন আবিষ্কার করেছিলেন ?

Ans- ১৯২১

এই তিনটি প্রশ্ন উত্তরের PDF পেতে আপনার নিচের লিংকে ক্লিক করুন 





Download


 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top