আজকে প্রশ্ন , ভারতীয় সেনাবাহিনীর সুপ্রীম কমান্ডার কে ? – General Knowledge MCQ

General knowledge MCQ

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর : প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য General Knowledge অপরিহার্য কারণ এটি বর্তমান যে কোনো বিষয়, ইতিহাস এবং সংস্কৃতি, বিজ্ঞান সম্পর্কে সচেতনতা বাড়ায়। এটি সমালোচনামূলক চিন্তাভাবনা বাড়ায়, সমস্যা সমাধানের দক্ষতা উন্নত করে এবং SSC MTS, WBP, FOOD SI,GD Constable এবং  WBPSC -এর মতো পরীক্ষায় কর্মক্ষমতা বাড়ায়। যেসকল ছাত্রছাত্রীরা Food SI, JAIL POLICE সহ অন্যান্য পরীক্ষাগুলির জন্য প্রস্তুতি নিচ্ছো, তাদের জন্য  আজকের বাছাই করা  ১০ টি General Knowledge MCQ এই প্রশ্ন গুলো বিগত ১০ বছরে আসা প্রশ্ন পত্র

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 

1➤ কবে সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয় ? 

ⓐ 1918
ⓑ 1920
ⓒ 1921
ⓓ 1924

➤ 1920


2➤ ভারতের কোন রাজ্যে সঞ্চিত কয়লার পরিমাণ সর্বাধিক ? (WBCS Preli 2013)

ⓐ ওড়িশা
ⓑ ঝাড়খন্ড
ⓒ ছত্তিশগড়
ⓓ পশ্চিমবাংলা

➤ ঝাড়খন্ড


3➤ সিরাজদৌল্লা কবে সিংহাসনে বসেন ? (WBCS Preli 2013)

ⓐ 1707
ⓑ 1739
ⓒ 1756
ⓓ 1757

➤ 1756


4➤ উইকিলিস -এর প্রতিষ্ঠাতা জুলিয়ান আসাঞ্জেকে কোন দেশ আশ্রয় দেয় ? (WBCS Preli 2013)

ⓐ মার্কিন যুক্তরাষ্ট্র
ⓑ ফ্রান্স
ⓒ ঘানা
ⓓ ইকুয়েডর

➤ ইকুয়েডর


5➤ ভারতীয় সেনাবাহিনীর সুপ্রীম কমান্ডার হলেন

ⓐ ভারতের রাষ্ট্রপতি
ⓑ রাজ্যের রাজ্যপালগণ
ⓒ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
ⓓ ভারতের প্রধানমন্ত্রী

➤ ভারতের রাষ্ট্রপতি


6➤ নিম্নলিখিত কে ‘দীন-ই-ইলাহী’ র সদস্য হন ? (WBCS Preli 2013)

ⓐ রাজা মান সিং
ⓑ টোডরমল
ⓒ তানসেন
ⓓ রাজা বীরবল

➤ রাজা বীরবল


7➤ ভারতের কোন রাজ্যে সর্বাধিক কয়লা উত্পাদন হয় ? (WBCS Preli 2013)

ⓐ ছত্তিশগড়
ⓑ ঝাড়খন্ড
ⓒ ওড়িশা
ⓓ অন্ধ্রপ্রদেশ

➤ ঝাড়খন্ড


8➤ কোন বছর জাতীয় কংগ্রেস ‘পূর্ণ স্বরাজ’ এর প্রস্তাব গ্রহণ করে ? (WBCS Preli 2013)

ⓐ 1928
ⓑ 1929
ⓒ 1931
ⓓ 1930

➤ 1929


9➤ ভারতের কোন রাজ্যে সর্বাধিক তুলা উত্পন্ন হয় ? (WBCS Preli 2013)

ⓐ মহারাষ্ট্র
ⓑ গুজরাট
ⓒ অন্ধ্রপ্রদেশ
ⓓ পাঞ্জাব

➤ মহারাষ্ট্র


10➤ নিম্নলিখিত কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য রূপে পরিচিত ? (WBCS Preli 2013)

ⓐ প্রথম চন্দ্রগুপ্ত
ⓑ সমুদ্র গুপ্ত
ⓒ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
ⓓ স্কন্দগুপ্ত

➤ দ্বিতীয় চন্দ্রগুপ্ত


Tag More:: বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা বাংলা প্রশ্ন, চাকরির প্রশ্ন ও উত্তর, জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর, কুইক,বিগত সালের প্রশ্ন,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top