আজকের প্রশ্ন, ভারতের টাকা পূর্ণ পরিবর্তনযোগ্য কোন ক্ষেত্রে ? – General Knowledge MCQ (Part-2)

 

General Knowledge MCQ


জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর : প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য General Knowledge অপরিহার্য কারণ এটি বর্তমান যে কোনো বিষয়, ইতিহাস এবং সংস্কৃতি, বিজ্ঞান সম্পর্কে সচেতনতা বাড়ায়। এটি সমালোচনামূলক চিন্তাভাবনা বাড়ায়, সমস্যা সমাধানের দক্ষতা উন্নত করে এবং SSC MTS, WBP, FOOD SI,GD Constable এবং  WBPSC -এর মতো পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। যেসকল ছাত্রছাত্রীরা Food SI, JAIL POLICE সহ অন্যান্য পরীক্ষাগুলির জন্য প্রস্তুতি নিচ্ছো, তাদের জন্য  আজকের বাছাই করা  ১০ টি General Knowledge MCQ পর্ব -২ । এই প্রশ্ন গুলো বিগত কয়েক বছরে এসেছিল 

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 

1➤ গণ্ডোয়ানা স্তর কিসের জন্য বিখ্যাত ? (WBCS Preli 2013)

ⓐ লৌহ
ⓑ কয়লা
ⓒ বক্সাইট
ⓓ পেট্রোলিয়াম

➤  কয়লা


2➤ মনীশ 10 মিনিটে 500 শব্দ টাইপ করতে পারে এবং রাণা 400 শব্দ টাইপ করতে পারে । দুজনে একত্রে কত সময়ে 3600 শব্দ টাইপ করতে পারবে ? (WBCS Preli 2013)

ⓐ 60 মিনিট
ⓑ 40 মিনিট
ⓒ 45 মিনিট
ⓓ  38 মিনিট

➤  40 মিনিট


3➤ অজানা সংখ্যাটি নির্ণয় করুন : (WBCS Preli 2013)        46,  56,  67,  80,  ? 104

ⓐ 101
ⓑ 88
ⓒ 83
ⓓ 91

➤  88


4➤ ভারতের টাকা পূর্ণ পরিবর্তনযোগ্য কোন ক্ষেত্রে ? (WBCS Preli 2013)

ⓐ কারেন্ট (Current) অ্যাকাউন্ট
ⓑ ট্রেড (Trade) অ্যাকাউন্ট
ⓒ ক্যাপিটাল (Capital) অ্যাকাউন্ট
ⓓ উপরের কোনটিই নয়

➤  কারেন্ট (Current) অ্যাকাউন্ট


5➤ বৃহৎ স্নানাগারটি কোথায় পাওয়া গেছে ? (WBCS Preli 2013)

ⓐ লোথাল
ⓑ হরপ্পা
ⓒ মহেঞ্জোদারো
ⓓ কালিবঙ্গান

➤  মহেঞ্জোদারো


6➤ ভারতে প্রথম চটকল স্থাপিত কোন সালে ? (WBCS Preli 2013)

ⓐ 1920
ⓑ 1850
ⓒ 1800
ⓓ 1775

➤  1850


7➤ কোন বছর বিধবা বিবাহ আইন পাস হয় ? (WBCS Preli 2013)

ⓐ 1829
ⓑ 1856
ⓒ 1833
ⓓ 1890

➤  1856


8➤ কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত ? (WBCS Preli 2013)

ⓐ শতদ্রু
ⓑ ঝিলম
ⓒ ইরাবতী
ⓓ চন্দ্রভাগা

➤  ঝিলম


9➤ আইহোল প্রশস্তি’ কে রচনা করেন ? (WBCS Preli 2013)

ⓐ ন্যায়নিকার
ⓑ রবিকীর্তি
ⓒ কৌটিল্য
ⓓ হরিষেণ

➤  রবিকীর্তি


10➤ কোন আইনে খ্রিস্টীয় মিশনারিরা ভারতে প্রবেশের ছাড়পত্র পায় ? (WBCS Preli 2013)

ⓐ 1793 -র চার্টার আইন
ⓑ 1813 -র চার্টার আইন
ⓒ 1784 -র পীটের ভারত আইন
ⓓ 1833 -র চার্টার আইন

➤  1813 -র চার্টার আইন


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top